কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লের সেন্ট-লঁরেন্টে চিত্র প্রদর্শনী -২০২২তে প্রথম বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ  রহমান

মন্ট্রিয়লের সেন্টলঁরেন্টে চিত্র প্রদর্শনী২০২২তে প্রথম বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ  রহমান

মন্ট্রিয়ল, ১৪ অক্টোবরঃ গতকাল  মন্ট্রিয়লে সেন্টার দো লোয়াজির সেন্ট-লঁরেন্টে গত ৮ অক্টোবর শুরু হওয়া চিত্র প্রদর্শনী -২০২২ এর ৩৫ জন গুনী শিল্পীর আঁকা ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে ২৩ অক্টোবর পর্যন্ত ।

গতকাল ১৩ অক্টোবর ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান । ৩৪ জন শিল্পীকে পিছনে ফেলে প্রথম পুরস্কার জিতে নেন বাংলাদেশি শিল্পী মোহাম্মদ  রহমান আরিফ । তার হাতে প্রথম পুরস্কারের সার্টিফিকেট এবং আর্থিক অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি  সেন্ট লঁরেন্টের মেয়র এলেন ডি সুজা ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী ড্যানিয়েল মুস্টি , লিস লাভোয়া , নাদিয়া চেপমান , সিটি কাউন্সিলর এরিক সালেম সহ বিভিন্ন গুণী জন । বাংলাদেশীদের অনেকে এই আনন্দ ঘন সময়ে অতিথিদের সারিতে বসে পুলকিত হয়েছেন । বাংলাদেশিদের মধ্যে ছিলেন সরগম মিউজিক একাডেমীর ডিরেক্টর রনজিত মজুমদার এবং খান ইকবাল প্রমুখ ব্যক্তিবর্গ ।

সিবিএনএ এবং দেশদিগন্ত মিডিয়া পরিবারের পক্ষ থেকে মন্ট্রিয়লের সেন্ট – লরেন্টে চিত্র প্রদর্শনী -২০২২তে প্রথম বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ  রহমানকে অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদ সংযোগঃ রনজিৎ মজুমদার

সংবাদটি শেয়ার করুন