কানাডার সংবাদ ফিচার্ড

মন্ট্রিয়লে উদীচীর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

মন্ট্রিয়লে উদীচীর উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

‘লোক চৈতন্যে বাজুক বাঙালির স্বর’ শিরোনামে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মন্ট্রিয়লের উদ্যোগে গতানুগতিক নিয়মের বাইরে হল ভর্তি প্রবাসীদের উপস্থিতিতে একটি সুন্দর মনোরম সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হলো গতকাল ৬ মে মন্ট্রিয়লের ক্যাফে রয়েল পার্টি সেন্টারে।

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবং বাংলা শুভ নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় কোন ধরনের আলোচনা সভা কিংবা দীর্ঘ বিরামহীন বক্তিতার গতানুগতিক নিয়ম ভেঙ্গে শুধুই গান, নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।  সংগীত শিল্পী এবং আন্তরিক পেজের কর্ণধার শির্মিলা ধরের উপস্থাপনায় সংগীত সন্ধ্যা নিয়ে আলোকপাত করেন উদীচী কানাডা শাখার সভাপতি বাবলা দেব।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুনমুন দেব, পূর্ণিমা দে, পুনম ঘোষ, রিমি চৌধুরী, লাকি চৌধুরী, পুষ্পিতা দে চম্পা, মিলি ধর, শেলী দেব, কেয়া ভট্টাচার্য, সাফিনা করিম, জয়ন্ত ভৌমিক, রীপা দেব চৌধুরী, ঝলক দেব চৌধুরী এবং সুমন কর।

নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী অনিন্দিতা, শ্রীজিতা ও শ্রীতপা।

কবিতায় ছিলেন শামসাদ রানা, আফাজ উদ্দীন তোতন, সঞ্জীব দাস ও সুতপা দাস। অনুষ্ঠানের শেষ পর্বে ছিলো আপ্যায়ন। অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিলো দেখার মতো।


এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন