সাহিত্য ও কবিতা

মহারাজ বাইডেন  |||| বিশ্বজিৎ মানিক

মহারাজ বাইডেন |||| বিশ্বজিৎ মানিক

মহারাজ বাইডেন  |||| বিশ্বজিৎ মানিক

গাধার পিঠে চড়ে বাইডেন – হলেন এবার মহারাজ
হাতি চড়েও ট্রাম্প দাদাভাই  – পেলেন দেখি ভিষম লাজ
কমলা দেবী হয়ে গেছেন – বাইডেনেরই রানিং মেট
নারী হয়েও যুক্তরাষ্ট্রের – প্রথম তিনি জগৎ শেঠ।

ওবামার ভাইস প্রেসিডেন্ট – ছিলেন বাইডেন মহাশয়
রাজনীতিতে পারদর্শী – তাঁর ছিল না ভাবনা ভয়
ডেমোক্রেটদের প্রার্থী হয়ে – নির্বাচনে করে লড়াই
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের – ভেঙ্গে দিলেন বড়াই।

পঞ্চাশ বছর আগে জিতেন – কাউন্সিলর পদ
রাষ্ট্রপতি হয়ে বাইডেন – আহ্লাদে গদগদ
বায়াত্তর থেকে ছ’বার তিনি – মার্কিন সিনেটর
শুরু থেকেই তাঁর ছিল যে – নীতির মনিটর।

আমার দেশে আছে দাদা – ভক্ত তোমার প্রচুর
চোখটা রেখো মোদের তরে – হয় না যেন কসুর
অভিজ্ঞতার ঝুলি তোমার – সবার থেকে সেরা
ইতিহাসের পাতায় যেন – লেখায় থাকে ভরা।

এখন তোমার বয়সটা তো – আশির কাছে হলো
রাখছি আশা মন ভরে তাই – জ্বালবে তুমি আলো
রক্ত নিয়ে বিশ্বে যেন – না হয় হোলি খেলা
এই আশাবাদ ব্যক্ত করি – চলবে মিলন মেলা।

সৃষ্টির সেরা সকল মানুষ – সবাই ভাইয়ের মতো
হিংসা বিবাদ ঝগড়া ভুলে – থাকবো অবিরত
ছোট বড় নেই ভেদাভেদ – সমান তালে চলি
মিথ্যা সবাই পিছন ফেলে – সত্যি শুধুই বলি।

অপরাধের মাত্রা আবার – যায় না যেন বেড়ে
আমজনতার হিসাবনিকাশ – তোমায় দাদা ঘিরে
ট্রাম্প মহাশয় চালু করেন – বিভাজনের নীতি
দেবেই তুমি আমরা জানি – আগের নিয়ম ইতি।

শান্তিপ্রিয় দেশগুলো সব – শান্তি যেন পায়
এ প্রত্যাশা ব্যক্ত করে – দাঁড়িয়ে আছি ঠায়
সাদা মনের মানুষ তুমি – করবে একাজ জানি
ঔষধ পথ্যের যোগান দেবে – তৃষ্ণা কালে পানি।

সবার শেষে বিশ্ববাসী – করছে আশাবাদ
অকারণে না হয় যেন – সৃষ্টি কোন প্রমাদ
সাদা কালো মিলে সবাই – থাকবো মোরা সুখে
হাতটি তোমার বাড়িয়ে দিও – পড়বো যখন দুঃখে।

১০/১১/২০২০ খ্রিস্টাব্দ।




 

এসএস/সিএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন