ফিচার্ড সাহিত্য ও কবিতা

চড় ||| পুলক বড়ুয়া

চড় ||| পুলক বড়ুয়া

পৃথিবীতে আজ শান্তির খরা চলছে

এ দুনিয়ায় স্বস্তির বড় অভাব
দুর্লভ
যুদ্ধের আকাল পড়েনি
তার খামতি নেই
শুধু শান্তি নেই
চোখে পড়ে না
তার বড় অভাব
পৃথিবীতে এখন শান্তি কিংবা স্বস্তির দুর্ভিক্ষ
মঙ্গা
কোথাও প্রশান্তি নেই

পৃথিবী ভরা দামামা, যুদ্ধের
দুনিয়াতে কত যুদ্ধ
অশিক্ষার
কুশিক্ষার
অপসংস্কৃতি
কুসংস্কার
দারিদ্র্য
বৈষম্য
অনটন

সাম্য
মৈত্রী
প্রগতি
আজ দুর্গতির শিকার
সশস্ত্র সংগ্রাম বনাম সশস্ত্র সন্ত্রাস
অপাঙ্ক্তেয় ছায়া ফেলে মহাযুদ্ধের
বারুদ ও বুলেটকে না বলি
ধাতব গন্ধ ও গর্জনের মুখ চেপে ধরতে চাই
বোমার বদলে কুসুম ফাটুক
গুলির বদলে গুলবদনে বুলি ফুটুক
রক্তের বদলে ভক্ত হতে চাই
একটু শ্রদ্ধা-ভক্তি দেখাতে চাই

এ মৌন মিছিল
কাফেলা
মানববন্ধন
নগ্নপায়ে যাত্রা
শ্লোগান
শূন্যে মুঠি
প্ল্যাকার্ড
ফেস্টুন
পোস্টার
ব্যানার
বুকের মধ্যে কালো ব্যাজ
মাথায় লাল পট্টি
হাতে জ্বলন্ত মশাল
জমায়েত

সমস্ত শাশ্বত হৃদয়ে শান্তির
অকাল প্রয়াণে, অপমৃ্ত্যুতে, শূন্যতায়
সমবেত মহাশোকসভা । অথবা,
এক উদ্ধত দেয়ালের গালে
কষে মারা চড় !
সংবাদটি শেয়ার করুন