খেলা

শ্রীলংকা সফরে বিসিবির খরচ হবে ৫ কোটি টাকা

শ্রীলংকা সফরে বিসিবির খরচ হবে ৫ কোটি টাকা

এল আর বাদল : জাতীয় দলের পনের ক্রিকেটার আর কোচিং স্টাফের সঙ্গে শ্রীলংকা সফরে যুক্ত হচ্ছে হাইফপারফরমেন্স টিম আর কোচিং স্টাফ। সব মিলিয়ে ৭০ জনের বহর। কোভিড-১৯ মহামারীর মধ্যে এই বহর নিয়ে শ্রীলংকা সফরে গেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রায় পাঁচ কোটি টাকা খরচ হতে পারে।
এই কঠিন সময়ে জো রুটদের খেলার সুযোগ করে দিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) ব্যয় করতে হচ্ছে বিশাল অর্থ। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবিকেও শ্রীলংকা সফরের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে।
আগামী ২৩ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কলম্বোর উদ্দেশে ঢাকা ছাড়বে টাইগাররা। লংকান বিমানে ওঠার আগে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের তিনবার করোনা টেস্ট করাতে হবে। আইসিসির ‘বায়ো সিকিউরিটি’ প্রক্রিয়া অনুসরণ করে সিরিজ আয়োজন করতে হলে ক্রিকেটার এবং কোচিং স্টাফদের রাখতে হবে আবাসিক হোটেলে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চার্টার্ড প্লেনে ক্রিকেটারদের কলম্বোয় নিতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন