কানাডার সংবাদ

সরকার ফ্যামিলি হোপ ফাউন্ডেশন -এর পক্ষ থেকে মানবিক সাহায্য অব্যাহত

সরকার ফ্যামিলি হোপ ফাউন্ডেশন

 

সরকার ফ্যামিলি হোপ ফাউন্ডেশন -এর পক্ষ থেকে মানবিক সাহায্য অব্যাহত

মন্ট্রিয়লে সরকার ফ্যামিলি হোপ ফাউন্ডেশন (Sarker Family Hope Foundation) বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় অতি আন্তরিক ও মানবিক আবেদন নিয়ে মানুষের পাশে তাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছেন ও বিপন্ন মানুষকে সাহায্য / সহযোগিতা করে যাচ্ছেন । মানবিক এই সাহায্য প্রদানে প্রতিদিন কাজ করে যাচ্ছেন সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা। এটা আমাদের বাংলাদেশী কম্যুনিটির জন্য গর্বের বিষয় ও অনুপ্রেরণা লাভের উৎস সরূপ।

দাতব্য প্রতিষ্ঠানের (Charitable Organization) কর্ণধার হলেন মন্ট্রিযলের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সদালাপী ও মিষ্টভাষী মোস্তাক সরকার , Accountant ও Taxation Advisor । মন্ট্রিয়লে মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তিন হাজারের অধিক মানুষকে বা পরিবারকে (Sarker Family Hope Foundation)এর  পক্ষ থেকে মানুষের প্রয়োজন অনুসারে Grocery সামগ্রী, Masks, Gloves ও Hand Sanitizer বিনামূল্যে  বিতরণ করেছেন । মোস্তাক সরকার বাংলাদেশেও এক কোটির অধিক টাকা ও সাহায্য সামগ্রী বিতরণ করেছেন । তারা মন্ট্রিয়লের কয়েকটি হাসপাতাল ও মেডিকেল ক্লিনিকে মাস্ক, গ্লাভস এবং Hand Sanitizer বিনা মুল্যে সরবরাহ করেছেন। মানবিক ও জনহিতকর কাজের জন্য মোস্তাক সরকার, তার পরিবার এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ । সবাই নিজেরাও নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।

 

সিবিএনএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন