বিশ্ব

সৌদি বাদশাহর কঠোর সমালোচনায় ইরান

সৌদি বাদশাহর
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ

সৌদি বাদশাহর কঠোর সমালোচনা…

আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানোর পর সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কঠোর সমালোচনা করেছে তেহরান। সোমবার (১৬ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ভিত্তিহীন অভিযোগে তেহরানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে। এসব থেকে বিরত থাকতে সৌদি রাজতন্ত্রকে আহ্বান জানান তিনি।

তেহরানে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেন, সৌদি শাসকের এমন মন্তব্য অস্বাভাবিক নয়। এক্ষেত্রে ইরানের বার্তা পরিষ্কার, সৌদি শাসকরা নিশ্চয় জানে ইয়েমেনে মানুষ হত্যার মধ্য দিয়ে শান্তি অর্জন, ওয়াহিবিজম ও তাকফিরি গ্রুপের প্রোপাগান্ডা চালিয়ে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না। কিংবা লবির পেছনে অর্থ ব্যয় করে এবং মুসলিম বিশ্বের সম্পদ ব্যয় করে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শান্তি প্রতিষ্ঠা হবে না।

সাইদ খাতিবজাদেহ আরও বলেন, ‘সৌদি শাসকরা যতক্ষণ পর্যন্ত ভুল পথ থেকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সৌদি আরবের বিচ্ছিন্ন হয়ে থাকার পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও সম্ভাবনা নেই, এমনকি পারস্য উপসাগরীয় অঞ্চলেও নয়।’

এর আগে বাদশাহ সালমান অভিযোগ করেন, ইরান পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্রঃ সময়ের কন্ঠস্বর

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন