দেশের সংবাদ

সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা করছে ভারত-বাংলাদেশ

করোনার জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত, সড়কপথে যোগাযোগ

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে হলেও আকাশ ও সড়কপথে যোগাযোগ শুরুর পরিকল্পনা করছে ভারত ও বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে।

এবারের বৈঠকটি হয় ভার্চুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

তিনি আরও বলেন, তিস্তা চুক্তি আমরা মোটামুটি ফাইনাল করেছি; এটার ইম্প্লিমেন্ট শুরু হয়নি। কি কারণে হয়নি, আপনারা জানেন। এছাড়াও সড়কপথ খুলে দেওয়ার জন্য আহ্বান করেছি।

মন্ত্রী আরও জানান, সীমান্ত হত্যা বন্ধে দুই দেশ একমত হয়েছে।

সূত্রঃ সময় টিভি নিউজ

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন