ফিচার্ড মত-মতান্তর

সেজান জুস্ কারখানায় অগ্নিকান্ড! স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই

বাংলাদেশের-ভবিষ্যৎ-কি

সেজান জুস্ কারখানায় অগ্নিকান্ড! স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই

শিতাংশু গুহ, ১৩ই জুলাই ২০২১, নিউইয়র্ক।। নিখোঁজ শ্রমিক তসলিমা, ১৬’র মা ফিরোজা বেগম, পুলিশের কাছে আকুতি করছে, ‘ও স্যার, আমার মায়ের হাড্ডিগুলি খুইজ্জা দেন, স্যার’। মা-মেয়ে দু’জনেই ওই কারখানায় কাজ করতেন, একজন নেই, আর একজন আছেন ও থাকবেন ‘বুকভরা যন্ত্রনা’ নিয়ে! সোনারানী বর্মন এখন শুধু তাঁর মেয়ের মৃতদেহ চাইছেন আর কপাল চাপড়াচ্ছেন, কেন কারখানায় দিলেন। তাঁর ১৪ বছরের মেয়ে ৫ম শ্রেণীতে পড়তো, অভাবের তাড়নায় কাজে দিয়েছিলেন। মাত্র ১২ দিন আগে মেয়েটি কাজে যোগ দেয়, জানা যায় কারখানায় অন্তত ১৬টি শিশু নিহত হয়েছে।

দায়ী কে? মালিকপক্ষ? শুধুই মালিকপক্ষ, সরকারি সংস্থার কি দায়-দায়িত্ব নেই? সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি বলেন? মিডিয়ায় দেখলাম প্রধানমন্ত্রীর দেয়া নুতন বাড়ী ভেঙ্গে পড়ছে, এসবের কি কোন ওয়ারেন্টি নেই, থাকেনা? ট্রাফিক পুলিশ জোরকরে ক’জনকে ব্যস্ততম লামা-চকরিয়া মহাসড়কে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন, বালুবাহী ট্রাক এসে দুই ননদ-ভাবিসহ অন্তত তিন জনকে পিষে দিয়ে যায়, আরো ৪জন আহত। জানতে ইচ্ছে করে, ট্রাফিক পুলিশের কি অবস্থা? অনেকদিন আগে নির্মল সেন লিখেছিলেন, ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। এখনো তা-ই চাই!!

এসব সদ্য ঘটে যাওয়া ঘটনা।  শুক্রবার রাতে নিউইয়র্কের ১০১০নিউজ-এ শুনলাম বাংলাদেশে সেজান জুস্ কারখানায় অগ্নিকান্ডে ৫২জনের মৃত্যু ঘটেছে। আগুন তখনো জ্বলছিলো, অনেক নিখোঁজ। পরদিন শনিবার সকালে জানলাম, রূপগঞ্জে জুস কারাখানায় অগ্নিকাণ্ডের কথা। অভিযোগ কারখানা ভবনের চার তলায় ছাদে ওঠার সিঁড়ির মুখের দরজাটি তালা-বন্ধ থাকায় মানুষ ছাদে যেতে পারেনি। শোনা যায়, কারখানায় অগ্নি-নির্বাপক যন্ত্র ছিলোনা। মালিকপক্ষ অভিযোগ অস্বীকার করেছেন। নিউজ দেখলাম পুলিশ বেশ ক’জনকে গ্রেফতার করেছে।

বাংলাদেশ উন্নতি করছে, এ গর্ব এসব শ্রমিকের ঘামে তিলে তিলে গড়া, কিন্তু এদের মরতে হয় পায়ে বেড়ি নিয়ে, বড় করুন মৃত্যু। শ্রমিকের জীবনের কোন মূল্য নাই, চড়া দাম মালিকের জীবনের। করোনা মহামারী আমাদের কিছুই শিক্ষা দিতে পারেনি, আমরা মানুষ হতে পারিনি। নিউজটি বিশ্বের বেশ ক’টি বড়বড় মিডিয়ায় এসেছে, বলা হচ্ছে, বাংলাদেশে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এরমধ্যে সড়ক দুর্ঘটনার সংবাদও আছে, করোনায় একদিনে সর্বাধিক মৃত্যু তো আছেই! যদিও ফুটবল খেলার জোয়ারে এসব খবর তেমন গুরুত্ব পায়নি।

একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কত প্রাণ অকালে ঝরে যাচ্ছে, কে কার খবর রাখে। একটা ঘটনা ঘটার পর কিছুদিন হৈচৈ হয়, তাঁরপর ‘ব্যাক টু দ্য স্কয়ার’। সব ঠান্ডা, আর একটি দুর্ঘটনার জন্যে অপেক্ষা। এজন্যেই হয়তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ বলেছিলেন, ‘আল্লার মাল আল্লায় নিয়ে গেছে’। আর কত মানুষ বেঘোরে মরলে বলা যাবে, ‘গরীবের জীবনেরও মূল্য আছে’? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক।

এদিকে একটি হাসপাতালের দুর্নীতির চিত্র প্রকাশ করায় জাগোনিউজ২৪.কমের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু গ্রেফতার হয়েছেন। জার্মান বেতার ডয়চে ভেল হেডিং করেছে,  হাসপাতালে ‘দুর্নীতি’: খবর প্রকাশ করায় বাংলাদেশে সাংবাদিকের হাতে হাতকড়া। একটি ছবি দেখলাম, হাসপাতালে বেডের সাথে হাতকড়া বাঁধা অবস্থায় তিনি শুয়ে আছেন। অসুস্থ হয়ে পড়েছিলেন। সম্ভবত: ডিজিটাল আইনে আটক? সেলুকাস, কি বিচিত্র বাংলাদেশ, সব সম্ভবের দেশ বাংলাদেশ।

লেখাটি শেষ হতে না হতেই খবর এলো নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় ফাটল ধরেছে। আতঙ্কে কর্মরত শত শত শ্রমিক বাইরে বের হয়ে যায়। ছুটাছুটি, কান্নাকাটি চলতে থাকে।  পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রকৌশলীরা এসে শ্রমিকদের শান্ত করে। জানা যায়, কারখানার চার তলার ফ্লোরে দীর্ঘ ফাটল। শ্রমিকরা জানান, নিম্নমানের সামগ্রী দিয়ে ৬ তলা ভবন নির্মাণ হয়েছে, আবার নুতন করে নির্মাণ কাজ চলছে। কাজ চলাকালীন ভবনের নিচতলায় রোববার সন্ধ্যায় একটি দেয়াল ধসে পড়ে। ভাগ্য ভালো, হতাহতের খবর নেই।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

সংবাদটি শেয়ার করুন