দেশের সংবাদ

জমি নিয়ে দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

জমি নিয়ে দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু

মাদারীপুরের শিবচরের কাদিরপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ছেলের হাতে আহত হয় ছোট ছেলে। তাদের এই মারামারি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের বাবার।

সোমবার বিকালে উপজেলার মুন্সী কাদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আ. মান্নান সরকার (৭৮) ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুরে আ. মান্নান সরকারের বড় ছেলে চাঁন মিয়া সরকার ও ছোট ছেলে আবুল কালাম সরকারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকালে বড় ভাই চাঁন মিয়া সরকার ও কালাম সরকারের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ও ধস্তাধস্তি হয়।

ধস্তাধস্তির এক পর্যায়ে বড় ভাইয়ের ঘুষির আঘাতে ছোট ভাই কালাম সরকারের নাক ফেটে রক্ত বের হয়। পাশে তার বাবা আ. মান্নান সরকার এই দৃশ্য দেখে মাথা ঘুরে মাটিতে লুটে পড়েন। পরে দুই ভাই মিলে আ. মান্নান সরকারকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানান আ. মান্নান সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন