কানাডার সংবাদ

বোধের পংক্তিমালায় কাটুক স্থবির অন্ধকার

বোধের পংক্তিমালায় কাটুক স্থবির অন্ধকার –  সময়ের এই শ্লোগানকে প্রানে ধারন করে

সিবিএনএ নিউজ ডেস্ক, মন্ট্রিয়ল।।  মার্চ ৬,১৩,১৪,২০ ও ২৭ তারিখ প্রতি শনিবার দিনব্যাপী প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ভার্চুয়াল আবৃত্তি উৎসব। মাস্যব্যাপী প্রতি শনিবারের পাশাপাশি শুধু  ১৪ মার্চ রবিবারও অনুষ্ঠিত হবে।

গত শনিবার ৬ মার্চ শনিবার থেকে শুরু হয়েছে। উত্তর আমেরিকা আবৃত্তি উৎসব ২০২১ – এই শিরোনামে আয়োজিত  উৎসবে অংশ নিচ্ছেন আমেরিকা ও কানাডার প্রায় শতাধিক আবৃত্তি শিল্পী এবং ৫টি আবৃত্তির দল।

বোধের পংক্তিমালায় কাটুক স্থবির অন্ধকার –  সময়ের এই শ্লোগানকে প্রানে ধারন করে মাসব্যাপী এই আয়োজনের থাকছে ৪টি উদ্বোধন পর্ব।প্রতিটি উদ্বোধন পর্বে অতিথি থাকবেন বাংলাদেশ,আমেরিকা ও কানাডার প্রথিতযশা কবি ও আবৃত্তি শিল্পীবৃন্দ যাদের মধ্যে রয়েছেনআসাদুজ্জামান নূর – সভাপতি আবৃত্তি সমন্বয় পরিষদ, আহকাম উল্লাহ – সা: সম্পাদক, ড: ভাস্বর বন্দ্যোপাধ্যায় নাট্য ও আবৃত্তি বিশেষজ্ঞ, কবি আসাদ চৌধুরী, অপরাহ্ণ সুসমিতো, কবি রুদ্র শংকর, কবি গৌতম দত্ত, ছড়াকার লুৎফুর রহমান রিটন, শিল্পী তাজুল ইমাম, আশরাফুল আলম, হাসান আরিফ, কবি তারফিয়া ফায়জুল্লাহ, সাগর লোহানী, আজফার হোসেন, রুমানা চৌধুরী, লুতফুন নাহার লতা ও শিরিন বকুল।

উৎসব আয়োজকদের পক্ষ থেকে উত্তর আমেরিকার সকল বাংলা ভাষাভাষী আবৃত্তিপ্রেমীদের দুয়ার খোলা আমন্ত্রণ।

অনুষ্ঠানটি দেখার জন্য সরাসরি উত্তর আমেরিকার আবৃতি উৎসবের ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হবে।

 

সংবাদটি শেয়ার করুন