দেশের সংবাদ ফিচার্ড

‘হোটেলের খাবার খেয়ে’ যমজ দুই বোনের মৃত্যু

যমজ দুই বোন স্বর্ণা ও সম্পা

‘হোটেলের খাবার খেয়ে’ যমজ দুই বোনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার কালীতলা এলাকায় ‘হোটেলের খাবার খেয়ে’ খাদ্য বিষক্রিয়ায় স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) নামের যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহদদের মা সাবিনা ইয়াসমিন ও খালাতো ভাই সিফাত গুরুতর অসুস্থ হয়ে চাঁপাইননবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি আছেন। মৃত স্বর্ণা ও সম্পা নবাবগঞ্জ পৌর এলাকার কালীতলা এলাকার সাদিকুল ইসলাম রবির যমজ দুই মেয়ে।

পারিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চাঁপাইবাবাবগঞ্জের পুরাতন বাজার এলাকার হোটেল শাহজাহান থেকে মোগলাই পরোটা কিনে পরিবারের সবাই খায়। মোগলাই পরাটা খেয়ে সাবিনা ইয়াসমিন, স্বর্ণা ও সম্পা এবং সিফাত অসুস্থ হয়ে পড়েন। পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে আসেন তারা।

এরপর আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়িতে স্বর্ণার মৃত্যু হয়। আর সম্পা গুরুতর অসুস্থ হলে আবারো চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাজাবাড়ি এলাকায় দুপুর দেড়টার দিকে তারও মৃত্যু হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু রহমান জানান,  জমজ বোনের মৃত্যু খবর পেয়েছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শাহজাহান হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, তার দোকানের মোগলাই পরাটা খেয়ে আর কেউ অসুস্থ হয়নি। তবে বিষয়টি তিনি ভিডিও ফুটেজ দেখে বলতে পারবেন, আসলেই তার দোকান থেকে মোগলাই পরাটা কিনেছে কি না।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন