Uncategorized সাহিত্য ও কবিতা

থিম্মাক্কা, পূজনীয়াসু |||| পুলক বড়ুয়া

থিম্মাক্কা, পূজনীয়াসু |||| পুলক বড়ুয়া


কর্ণাটক যাইনি
কন্নড় ভাষা জানি না
তোমার গুব্বি তালুকের কথা শুনেছি মাত্র
তোমার স্বামী চিক্কাইয়া, তুমি থিম্মাক্কা—
দিন আনি দিন খাও : দিনমজুর তোমরা
পঁচিশ বছর বন্ধ্যা :
তোমরা সমাজচ্যুত হলে সেই ‘দোষে’—
নিঃসঙ্গ তোমাদের দুজনকে
এক ঘরে করে দিল ওরা
কী নিষ্ঠুর, পাষন্ড পৃথিবী—তথাকথিত দুনিয়া
পুরাতন সমাজ ব্যবস্থা, পুরনো মানব সমাজ—
কেউ তোমাদের পাশে দাঁড়ালো না
ভূমিহীন সন্তানহীন সমাজহীন ডিগ্রীহীন
অখ্যাত অজ্ঞাত অসহায় অবজ্ঞায়
পৃথিবীর এক কোণে রইলে পড়ে

স্বামী-স্ত্রী—একজোড়া কপোত-কপোতী   বৃক্ষপ্রেমিক-প্রেমিকা : থিম্মাক্কা—তোমারই সাহসী সিদ্ধান্তে সেই শুভ শুরু—একলা পথ চলা—আর পেছন ফিরে না-তাকানো : তোমাদের সঙ্গী হল একদল সন্তানসুলভ মাথা তুলে দাঁড়ানো মহীরুহসমগ্র : তোমার গ্রাম হুলিকাল থেকে কুদুর— দীর্ঘ চার মাইলব্যাপী—দুশ চুরাশিটি বটবৃক্ষ— তোমাদের সহচর হয়ে উন্নত শিরে দাঁড়ালো : তোমার স্বামী মজদুরী রেখে নিজেকে দিল সঁপে গাছপালাতরুপল্লব সমীপে—এই দীর্ঘ পথ ওরা তোমাদের নিবিড় পরিচর্যায় সাহচর্যে বড় হয়েছে : প্রত্যহ জল আর কাঁটাতারের বেড়ায় বেড়ে উঠেছে : প্রতিনিয়ত পতি-পত্নী মিলে লালন করেছ পথশিশুদের মতো পথকলি এই বৃক্ষশিশুদের : তোমাদের প্রযত্নে—কী মেহনতে—একদঙ্গল পুত্রকন্যাসম বিরচিত বীথিকা

যে মানবসমাজে তোমরা অচ্যুত হয়ে উঠলে
জনান্তিকে তোমরা সেখানে নীরব বিপ্লবী হয়ে উঠলে : এক হঠকারী সমাজকে বিনা চ্যলেঞ্জে তোমাদের অবুঝ সবুজ সচেতন ও বিদ্রোহী ভালোবাসা দিয়ে চোখ খুলে দিলে, জাগালে ও জয় করলে

আশি বছরের বৈপ্লবিক বৃক্ষপ্রীতিতে তুমি এখন জননন্দিত, বহু পুরস্কারে ভূষিত, বৃক্ষস্মৃতিতে বিশ্ববিশ্রুত—আট হাজার বৃক্ষ একজীবনে মানুষ করেছ—মানে প্রকৃত সন্তানহীনা হয়েও প্রকৃতির সন্তানের অধিক প্রাকৃত-সন্তানের সুযোগ্য মাতা—সালুমারাদা : গাছেদের সারি : একশ সাত বছরের মহিয়সি মানবসংগ্রামী হয়েও মোটেও ন্যুব্জ নও : আমরা কী তোমার ন্যূনতম পুত্রকন্যাতুল্য হতে পেরেছি ? তোমার আদর্শ-সন্তান হতে পেরেছি ? নাকি কেবলই একাকী একেকটি বৃক্ষের মতো নির্বাক সারিবদ্ধ দাঁড়িয়ে থেকেছি! হায়, তাও নই । মিছে মানুষের মতো হয়েছি মানুষ নই । মৌল মানুষ নই গৌণ মানুষ মূখ্য মানুষ নই মৌন মানুষ

আর অসহিষ্ণু মানব সমাজের জন্যে আজীবন বুনে গেলে, নরনারীর কায়া-ছাপিয়ে প্রচুর মায়া উপচেপড়া ছায়া !
সংবাদটি শেয়ার করুন