Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/faridrpp/cbna24.com/wp-content/themes/newspaper-lite/template-parts/content-single.php on line 41
কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন-এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন আর নেই
ক্যুইবেকের শয়নিগানে (Shawinigan) নিজ বাড়িতে আজ শনিবার ১৩ সেপ্টেম্বর সকালে পরিবার দ্বারা পরিবেষ্ঠিত হয়ে মারা যান কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের (Jean Chrétien)এর স্ত্রী অ্যালেন ক্রেতিয়েন (Aline Chretien) ।মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ।মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন তার স্ত্রী অ্যালেন ক্রেতিয়েনকে তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এবং তাঁর “জিব্রাল্টার রক” বলে মনে করতেন । অ্যালেন ক্রেটিয়েন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েনের জীবনে সম্ভবত সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যা কানাডিয়ানরা জানত না। কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জন ক্রেটিয়েন ১৯৯৩ খ্রী: থেকে ২০০৩ সাল পর্যন্ত ১০ বছর কানাডার সফল প্রধানমন্ত্রী ছিলেন লিবারেল পার্টি থেকে ।১৯৫৭ সালে তারা বিবাহ করেন ।৬৩ বছর যাবত তারা সুখী দম্পতি ছিলেন।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অ্যালেন ক্রেতিয়েনের মৃত্যুতে শনিবার শোক প্রকাশ করে বলেছেন যে ক্রেতিয়েন তার সততা, অধ্যবসায় এবং একজন বহু সংস্কৃতিবাদ ও দ্বিভাষিকতার চ্যাম্পিয়ন হিসাবে কানাডিয়ানরা তার কাছে ঋনী হয়ে থাকবে।
High Commissioner of Bangladesh in Canada inaugurated the Exhibition of Bangladeshi Arts and Photographs titled – “Lighting the Fire of Freedom: Art of A Young Nation” – at the Art Gallery of Mississauga, Toronto. The exhibition consisting 50 outstanding works of 38 Bangladeshi artists and photographers, is organised to celebrate the twin historic occasions of […]
কানাডায় ওমিক্রনের সংক্রমণ বড়দিনের আনন্দকে ম্লান করে দিয়েছে কানাডায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বড়দিনের আনন্দকে আবারো ম্লান করে দিয়েছে। সরকারি বিধিনিষেধ আর সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কানাডিয়ানরা এ বছরও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারছেন না বড়দিন। কানাডায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে’। দিনটিকে ঘিরে চলে নানা আয়োজন। দিনটির আগে থেকেই […]
কানাডায় বিরল প্রজাতির ‘মাঙ্কিপক্স’ ভাইরাস শনাক্ত কানাডার কুইবেক প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এক ডজনেরও বেশী লোকের সন্দেহজনক ‘মাঙ্কিপক্স’ ভাইরাস সংক্রমনের ঘটনার তদন্ত করছে। এটি বিরল প্রজাতির এবং ভয়ংকর ভাইরাস। বুধবার (১৮ মে) সরকারি ব্রডকাস্টার সিবিসি’র রিপোর্টে এ কথা জানানো হয়। ইউরোপীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই সপ্তাহের শুরুতে কয়েক ডজন মাঙ্কিপক্স শনাক্ত নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্র বুধবার বলেছে, […]