কানাডার সংবাদ

সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে মন্ট্রিয়লে শোক সভা


সি আর দত্ত বীর উত্তমের মৃত্যুতে মন্ট্রিয়লে শোক সভা

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিডিআর ( বর্তমানে বিজিবি )’র প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব) চিত্ত রন্জন দত্ত (সি আর দত্ত)’র মৃত্যুতে গত ১৩ সেপ্টেম্বর মন্ট্রিয়লে এক শোক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা শাখার উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সভাপতি প্রদীপ সরকার দোলন।

সভায় সি আর দত্তকে একজন নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক হিসেবে বর্ণনা করে বলা হয় তাঁর মৃত্যু দেশের জন্যে এক অপূরনীয় ক্ষতি। বক্তারা দেশের একটি উল্লেখযোগ্য জাতীয় স্থাপনা সি আর দত্তের নামে নামকরণ করার দাবী জানান। তাঁরা বলেন, সি আর দত্ত মুক্তিযুদ্ধেই শুধু অসামান্য অবদান রাখেন নি, তিনি যুদ্ধ পরবর্তী দেশ গঠনেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। দেশে ৭২এর সংবিধান পুনরায় ফিরিয়ে এনে মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার যাতে বাস্তবায়িত হয় সে লক্ষ্যে তিনি আজীবন লড়াই করে গেছেন।কিন্তু অত্যন্ত দু:খের বিষয় বাংলাদেশ আবারো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ফিরে যাবে এই প্রত্যাশা অপূর্ণ রেখেই তাঁকে শেষনি:শ্বাস ত্যাগ করতে হলো।
বক্তাদের অনেকেই এই বীর সেনানীর স্মৃতিচারণ করেন।

সভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক সরোজ কুমার দাশ। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কানাডা শাখার অন্যতম সভাপতি সুনীল গোমেজ, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক,আনন্দ ভিক্ষু, অনন্ত সিনহা নিশি, উৎপল দত্ত, পার্থ সারথী দে, পুলক তরফদার,বরুন বণিক,কৃপেশ পাল,সন্জীব দাশ উত্তম ও রতন মণি ধর প্রমুখ।
সভার শুরুতে সেক্টর কমান্ডার সি আর দত্ত,সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সহ সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও অন্যান্য অসুস্থতায় মৃত্যুবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা ও তাঁদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, কোভিক ১৯ এর কারণে সরকারি স্বাস্থ্য সতর্কতাবিধি অনুসরণ করেই শোক সভাটি অনুষ্ঠিত হয়।

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন