CBNA English NEWS ফিচার্ড

Haileybury $15m Scholarship Fund goes live ১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি

Haileybury $15m Scholarship Fund goes live ১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি

Meritorious Bangladeshi students may be offered up to 100% funding to study at premier int’l boarding school

[Dhaka, April 12, 2023] The first premier international boarding school in Bangladesh, Haileybury Bhaluka, has  launched its Academic Excellence Scholarship Fund of US$15 million to support the highest Bangladeshi students. The scholarship was launched through a grand event at Le Méridien Dhaka on April 12, 2023 (Wednesday).

Offering up to a 100% merit scholarships, the award is unique as this is a scholarship that would be given through all years of the awarded student’s school tenure. The Fund is open to be awarded for students from Grade 6 (or Year 7) onwards.

All students aged above 11 years can avail of the scholarship through an application process, including giving a Cognitive Abilities Test (CAT4). Applicants who excel in the Cognitive Abilities Test, interview and pass other requirements will be invited to apply for the Haileybury Academic Excellence Scholarship. The school-lifetime scholarship is applicable only for students joining Haileybury Bhaluka.

At the launch of the Haileybury Academic Excellence Scholarship Fund, heads from industry, education and government were present.

Mr. Simon O’Grady, Headmaster,  outlined details of the scholarship and the unique culture of excellence it creates, making Haileybury Bhaluka an outstanding school from the outset.

Special Guests were Head of International Trade, British High Commission Dhaka, Dan Pasha, Country Director (Acting), British Council Bangladesh, Jim O’Neill, and Head of Dhaka International Schools’ Association Madiha Murshed.

Mohibul Hassan Chowdhoury, MP, Deputy Minister of Education of Bangladesh, said about this funding, “The Haileybury Scholarship Fund forms part of the significant inward investment that Bangladesh is now witnessing in education and other sectors from world class organisations.”

Simon O’Grady, Headmaster, Haileybury Bhaluka, said, “A Haileybury education is truly international, shaped by the past, driven by the present, with a clear focus on developing leaders of tomorrow.”

It is mentionable that Haileybury Bhaluka was soft-launched on October 15, 2022, as the first international boarding school chain working opening in Bangladesh. It is a joint venture between Best Holding Group – Bangladesh’s largest private sector conglomerate in luxury, hospitality and education – and Haileybury, one of the leading independent schools in UK. As a premier international boarding school offering exceptional English educational experience, Haileybury focuses on building Asia’s finest students through nurturing students’ well-being and fostering global-mindedness. Haileybury Bhaluka is all set to start its classes in the coming months!

১৫ মিলিয়ন মার্কিন ডলারের শিক্ষাবৃত্তি দিচ্ছে হেইলিবারি  ভালুকা স্কুল

 [ঢাকা, ১২ এপ্রিল, ২০২৩] বাংলাদেশের প্রথম প্রিমিয়ার আন্তর্জাতিক আবাসিক স্কুল হেইলিবারি  ভালুকা ১৫ মিলিয়ন মার্কিন ডলারের অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ চালু করেছে। রাজধানী ঢাকায় লে মেরিডিয়ান হোটেলে বুধবার (১২ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে এ শিক্ষাবৃত্তি চালু করা হয়।

স্কুল কর্তৃপক্ষ জানান, বাংলাদেশের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সহায়তায় হেইলিবারি  অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ড চালু করেছে হেইলিবারি  ভালুকা। এ ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ পর্যন্ত মেধাভিত্তিক এ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে।

শিক্ষার্থীরা তাদের স্কুলে শিক্ষাগ্রহণের বছরগুলোতে অনন্য এ শিক্ষাবৃত্তির আওতায় পড়ার সুযোগ পাবেন। গ্রেড-৬ (অথবা সপ্তম বছর) ও এর ওপরের ক্লাসের শিক্ষার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন। ১১ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, তাদের কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট  (সিএটি৪) দিতে হবে। যেসব শিক্ষার্থী কগনিটিভ অ্যাবিলিটিজ টেস্ট, সাক্ষাৎকার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে উত্তীর্ণ হবেন, তাদের হেইলিবারি  অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপে আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হবে। যেসব শিক্ষার্থী হেইলিবারি  ভালুকায় ভর্তি হবেন, শুধুমাত্র তাদেরই সুযোগ থাকবে এ বৃত্তি পাওয়ার।

 হেইলিবারি  অ্যাকাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ ফান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প, শিক্ষাখাত ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। স্কুলটির প্রধান শিক্ষক সাইমন ও’গ্রেডি স্কলারশিপের খুঁটিনাটি ও কোন কোন অনন্য বৈশিষ্ট্যের কারণে স্কুলটি বাকিদের চেয়ে আলাদা তা সবার সামনে তুলে ধরেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড ড্যান পাশা, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জিম ও’নীল এবং ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলস অ্যাসোসিয়েশনের প্রধান মাদিহা মুর্শেদ।

 মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি এ ব্যাপারে বলেন, “বাংলাদেশমুখী বিনিয়োগের ক্ষেত্রে অনন্য নিদর্শন এই হেইলিবারি  স্কলারশিপ ফান্ড। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, দেশের শিক্ষাসহ অন্যান্য খাতে বিশ্বমানের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ছে।”

 হেইলিবারি  ভালুকা’র প্রধান শিক্ষক সাইমন ও’গ্রেডি বলেন, “আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করবে হেইলিবারি । অতীত থেকে ধারণা নিয়ে ও বর্তমান সময়কে ধারণ করে ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে মনোনিবেশ করতে চাই আমরা।”

 উল্লেখ্য, বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুলের শাখা হিসেবে গত বছরের ১৫ অক্টোবর হেইলিবারি  স্কুলটির সফট-লঞ্চ করা হয়। স্কুলটি বাংলাদেশের লাক্সারি, হসপিটালিটি ও শিক্ষা খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেস্ট সার্ভিসেস লিমিটেড গ্রুপের সাথে যুক্তরাজ্যের অন্যতম শীর্ষস্থানীয় ইনডিপেন্ডেন্ট স্কুল হেইলিবারি’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হিসেবে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করবে স্কুলটি। স্কুলটির প্রধান লক্ষ্য কল্যাণ ও বিশ্ব-মানসিকতার মাধ্যমে শিক্ষার্থীদের এশিয়া অঞ্চলের সেরা হিসেবে গড়ে তোলা। সামনেই হেইলিবারি  ভালুকায় ক্লাস শুরু হবে।

 

এসএস/সিএ

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন