দেশের সংবাদ ফিচার্ড

নেত্রকোনায় ১৫ বছর ধরে রশিতে বাঁধা যুবক এবং ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

নেত্রকোনায় ১৫ বছর ধরে রশিতে বাঁধা যুবক এবং ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা

মানসিকভাবে অসুস্থ যুবক চিকিৎসার অভাবে ১৫ বছর ধরে রশিতে বাঁধা। ছাদ থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় আব্দুল হান্নান। এরপর থেকে সে মানসিক ভারসাম্যযহীন অবস্থায় আছে । তাকে উন্নত চিকিৎসা করানো হলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে বলে চিকিৎসকরা জানান ।  আর্থিক সংকটের কারণে  উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সে।

নেত্রকোনা সীমান্তে দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক আব্দুল সালামের ছেলে আব্দুল হান্নান। তার চার ছেলের মধ্যে তৃতীয় হান্নান। সে মাদ্রাসায় ক্লাস সিক্স পর্যন্ত পড়াশুনা করার পর পরিবারের আর্থিক সংকটের কারণে তার পড়াশুনা বন্ধ হয়ে যায়। এরপর সে এলাকার রং মিস্ত্রির কাজ শিখতে থাকে।

২০০৭ সালে ঢাকার সি আর এলাকায় একটি বিল্ডিংয়ের রংয়ের কাজ করতে যায় আব্দুল হান্নান। সেখানে এক বিল্ডিংয়ে রং করার সময় একতলা ছাদ থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়। এরপর থেকে সে মানসিক ভারসাম্যহীন।

দরিদ্র কৃষক আব্দুল সালামের বসতভিটার একপাশে ছোট একটি মাটির ঘরে ১৫ বছর ধরে বসবাস করছে তারই পুত্র আব্দুল হান্নান। টিনের-চালার একটি মাটির ঘরের খুঁটির সাথে পায়ে বাঁধা অবস্থায় মাটিতে বসে থাকে সে। মানসিক ভারসাম্যহীন হওয়ায় ঘরের আসবাবপত্র ভাঙচুর এমনকি নিজের পরিবারের লোকজনদের কাছে পেলে আঘাত করার চেষ্টা করে সে। এজন্য পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বলে জানান তার পরিবারের লোকজন।

ছেলেকে নিয়ে খুব কষ্টে আছে তার বাবা-মা। সব সময় তার প্রতি খেয়াল রাখতে হয়। আব্দুল হান্নানের মা বলেন, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিবো তখন আমার এ হতভাগা ছেলেটার দেখাশুনা করবে কে? আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি আমার ছেলের উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য।

ঢাকায় বিভিন্ন সময়ে তাকে চিকিৎসা করানো হয়। কোনো উন্নতি না হওয়ায় পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করানোর অনেক চেষ্টা করা হয় কিন্তু তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। আব্দুল হান্নানের পিতা আব্দুল সালাম অপরের জমিতে কৃষিকাজ করে সংসার চালায়। ছেলের উন্নত চিকিৎসা কীভাবে করাবে এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তার।

বর্তমানে আর্থিক সংকটের কারণে ছেলের চিকিৎসা করানো পরিবারের পক্ষে আর সম্ভব হচ্ছে না। কৃষক আব্দুল সালামের রয়েছে শুধু মাত্র ১৪ শতাংশের বসতভিটা। এই পরিবারটি সরকারি সহায়তার আশা করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে হান্নানের জীবন কাহিনীটি জানতে পেরেছি। সরেজমিনে গিয়ে পরিদর্শন করে হান্নানের থাকার জন্য এক বান্ডিল টিন ও নগত পাঁচ হাজার টাকা দেয়া হয়েছে।

নেত্রকোণায় ৫০০ পরিবারকে পুরনো  শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান

নেত্রকোণায় করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসচ্ছল,দরিদ্র ও নিম্নআয়ের ৫শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা দিল নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচ।

আজ (বুধবার) সকাল এগারোটায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আঞ্জুমান ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা গঠিত সম্মিলিত তহবিল থেকে বর্তমান ভয়বহ করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসচ্ছল,দরিদ্র ও নিম্নআয়ের ৫শত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো, ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১কেজি লবণ, ১কেজি পেঁয়াজ, ২কেজি আলু ও ১টি সাবান।

আঞ্জুমান’৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে জনপ্রিয় যুবনেতা এ.কে.এম আজহারুল ইসলাম অরুন বলেন, আঞ্জুমান ৯৫ ব্যাচের একান্ত সামাজিক দায়বদ্ধতা থেকে,মানবিক কারণে তাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর নির্মোহ আত্মিক তাগিদ থেকেই তারা এই মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। ভবিষ্যতে নেত্রকোণা জেলাসহ সারা দেশে একইভাবে যেকোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে উপস্থিত থাকার ইচ্ছা আছে আমরা আঞ্জুমান ৯৫ ব্যাচের বন্ধুরা।

এছাড়াও তারা জানান, মানবিক সহায়তার নামে কারো ব্যক্তিগত নাম-যশ প্রাপ্তি তাদের উদ্দেশ্য নয়। এটা তাদের সম্মিলিত প্রচেষ্টা। সবসময় সম্মিলিতভাবে তারা এসব মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন