ফিচার্ড বিশ্ব

৮০ বছর পর!

ছবি: পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজ

৮০ বছর পর!

ঘটনাটি শ্রীলঙ্কার। দেশটিতে এমন ঘটনা এর আগে ঘটেছিল ১৯৪১ সালে। এবার ঘটলো গত মঙ্গলবার (৩১ আগস্ট)। আর তা হলো কোনও সংরক্ষিত পরিবেশে হাতির যমজ বাচ্চা প্রসব।

শুধু শ্রীলঙ্কা নয়। গোটা দুনিয়াতেই এমন ঘটনা বিরল। সর্বশেষ হাতির যমজ শাবক হয়েছিল সাউথ আফ্রিকার একটি পার্কে। সেটাও ১৬ বছর আগের কথা।

‘দুটো শাবকই সুস্থ-সবল আছে। আকারে একটু ছোট, তবে সুস্থ।’ জানালেন শ্রীলঙ্কার পিনাওয়ালা এলিফেন্ট অরফানেজের প্রধান রেনুকা বন্দরনায়েকে।

তিনি আরও জানালেন, মা হাতি ‘সুরাঙ্গা’ এর আগে ২০০৯ সালে একটি পুরুষ হাতির জন্ম দিয়েছিল। এবার জন্ম দেওয়া শাবক দুটিও পুরুষ।

কিন্তু কেন এমন ঘটনা বিরল? বিজ্ঞানীরা জানালেন, প্রাকৃতিকভাবেই হাতির যমজ শাবক হয় না। কারণ জন্মের সময় একেকটি বাচ্চার ওজন হয় প্রায় একশ কেজি। ওটার জন্য মায়ের দুধও লাগে বেশি। একটার বেশি শাবক হলেই মায়ের দুধে চাপ পড়ে যায়। লেগে যায় ভীষণ প্রতিযোগিতা। একটি মাদি হাতি এত দুধ তৈরিও করতে পারে না, এ কারণে যমজ শাবকের জন্মও হয় না। তবে যমজ হলে সেক্ষেত্রে বাচ্চাদের ওজন খানিকটা কম হয়।

শ্রীলঙ্কায় সংরক্ষিত অঞ্চলের হাতিগুলো সেখানকার বৌদ্ধ সন্ন্যাসীদের পোষ্য হিসেবে থাকে। দেশটিতে এমন হাতি আছে শ’ দুয়েক। বুনো হাতি আছে প্রায় সাড়ে সাত হাজার।

দেশটিতে বুনো হাতিকে রীতিমতো রাজকীয় সম্মান দেওয়া হয়। বুনো হাতি আটক বা হাতিকে আঘাত করা মারাত্মক অপরাধ। এর সাজা সর্বোচ্চ মৃত্যুদণ্ড। তারপরও গত ১৫ বছরে দেশটি থেকে ৪০টি হাতির শাবক চুরি হয়েছে।

সূত্র: এনডিটিভি | বাংলা ট্রিবিউন ( ৮০ বছর পর! )

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন