শেষে / বিপ্লব ঘোষ পুজো এলে ভাবি চলে যাই কোথায় যাবো কেন বা যাবো তার থেকে মুখ্য কথা হলো একটা কোথাও … আসলে যাওয়া মানে শেষে প্রকৃতির কাছে সমর্পণ কিন্তু শেষ বলে কিছু নেই যখন দেখতে পাই ওই পাহাড়,নদীর জল,জঙ্গল মুছে গিয়ে থাকে ছেলে,মেয়ে যারা কোনোদিন আসবে না । ——- বাবাদের মরতে নেই […]
আমিহীন তুমি |||||| রীতা আক্তার একদিন হঠাৎ….. ঝড়ো হাওয়া এসে দূরে নিয়ে যাবে আমায়। আমিহীনা তোমার পৃথিবী আর একলা রবে না। আমিহীন শূন্য তুমিটাও, আধখোলা জানালার শার্শিতে শূন্য বুকে খুঁজবে না। সফেদ কাফনে মোড়া জীবন সংসারের ছুটি হবে। অযাচিত সুখের আশায় বেঁধে রাখা বুক ম্লান হয়ে যাবে, তবুও ওতেই আমার শান্তি। নির্বাসিত জীবনে ওটাই হবে […]
হাট ।।।। শীতল চট্টোপাধ্যায় এই গ্রামে হাট ছিল শিরীষের ছায়ে , প্রদীপ, কলসি, হাঁড়ি মাটি পোড়া গায়ে ৷ ঘুনসি, সিঁদুর, শাঁখা , নোয়া, ফিতে, কার, আলতা, নরুন, চুড়ি, পিতলের হার ৷ চাষিদের পর-পর সবজির ঝুঁড়ি, হাট কোণে চুনো মাছ বেচে জেলে বুড়ি ৷ এই সবই ছিল এই সারা হাটময়ে, হঠাৎ সময় রোগে হাট ভাঙে ক্ষয়ে […]