সাহিত্য ও কবিতা

চারটি অণু কবিতা ||||| পুলক বড়ুয়া


চারটি অণু কবিতা ||||| পুলক বড়ুয়া


১.
শাস্ত্র
হৃদয় এমন এক মারণাস্ত্র
সে মানে না কোনো শাস্ত্র !

২.
শিরোনামহীন
তুমি কী মেঘার্ত-মেঘবতী !

তুমি কী গোপন জল ?
তুমি কী নীলার্ত জল ?

নিষিদ্ধ-মাতাল জল !

 


৩.
জল

দূরে জেগে আছে কেউ,
দূর থেকে আসে তার ঢেউ ।
কূলহারা কূলে,
কার দুচোখের জল তুলে ।

৪.
ডাক

ঢেউ ওঠে সৈকতে
ঢেউ নামে সাগরে;
গাঙপাড়ে  জল-হাওয়া
ফুসলায় জাগোরে !

পথটাই ডাকলো
ঘর হতে বাহিরে,
পিপাসার দর্পণে
পাইনি কো সাথীরে !

 

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন