La Belle Province

কানাডা, ২৫ নভেম্বর ২০২০, বুধবার

ঠাকুর বাড়ির বাদুড় খামার |||| বিশ্বজিৎ মানিক

বিশ্বজিৎ মানিক | ০৪ অক্টোবর ২০২০, রবিবার, ৮:২৭


ঠাকুর বাড়ির বাদুড় খামার |||| বিশ্বজিৎ মানিক


ঠাকুর বাড়ির গাছে গাছে – বাদুড় ঝুলে আছে ভাই
দেখা মেলে ডালে ডালে – আমি যখন হাঁটতে যাই
কিচিরমিচির ডাকছে বাদুড় – চেচামেচি করছে রব
মাথা নীচু করেই তারা – গাছের ডালে ঝুলছে সব।

ঝগড়াঝাটি করছে না কেউ – একে অন্যের সাথে দেখ
ছুড়ছে যে ঢিল বাদুড় দেখে – পাশের গাঁয়ের বাবুল শেখ
ঢিলের আঘাত পেয়েও বাদুড় – গাছের নীচে পড়ছে না
ধরছে গাছে পা দিয়ে সব – পিছলে পড়ে মরছে না।

ঠাকুর বাড়ির বাদুড় খামার – দেখতে ভালো লাগছে বেশ
গাঁও গেরামের কলা গুলো – খেয়ে তারা করছে শেষ
কলা বাদুড় নামেই তাদের – সবাই মিলে ডাকা হয়
খাবার তাদের অনেক কিছু – শুধুই কলা খাবার নয়।

সন্ধ্যে হলেই বাদুড় গুলো – খুঁজতে খাবার হয় যে বের
ফলফলাদি খেয়েই তারা – নিজ বাড়িতে ফিরছে ফের
উদরপূর্তি হয়না যদি – আরও বাগান খুঁজতে যায়
ফল বাগানে যা আছে ফল – সব জাতি ফল বাদুড় খায়।

আম লিচু আর কূল পেয়ারা – বাদুড়দিগের প্রিয় খাবার
যার বাড়িতে আছে এ ফল – পাকার আগেই করছে সাবার
বাদুড় খাওয়া ফল যদি কেউ – ধোঁয়ে মুছে খায়রে ভাই
নিপাহ ভাইরাস প্রাণ কেড়ে নেয় – এর থেকে তো রক্ষে নাই।

স্তন্যপায়ী মেরুদণ্ডী – বাদুড় কোন পাখি নয়
পাখা আছে দু’টি তাদের – তাইতো এদের উড়তে হয়
বাদুড় থেকে থাকবে দুরে – নইলে  যদি কামড় দেয়
জলাতঙ্ক রোগটি দাদা – প্রাণটি কিন্তু কেঁড়েই নেয় ।

খেজুর রসে আসক্তিটি – একটু বেশি আছে তার
খেজুর গাছের ডালে বাদুড় – থাকতে পারে বেশুমার
সুযোগ পেলেই বাদুড়গুলো – খেজুরের রস চেটে খায়
বাদুড় চাটা রস খেলে তাই – মানুষেরে নিপা’য় পায়।

ফলফলাদি খায় যে বাদুড় – আমিষভোজী নয়তো তারা
বুঝছেনা কেউ কি কারণে – আবাস তাদের ঠাকুর পাড়া?
ঠাকুর পাড়া আশ্রয় নিয়ে – পায় কি তারা ঠাকুর ভোগ
কে বলেছে ঠাকুর তাদের – অন্ন ব্যঞ্জন দেবে অমোঘ?

অন্ন ব্যঞ্জন খায় না বাদুড় – ফলফলাদি তারা খায়
কেন তবে বাদুড়গুলো – ঠাকুর বাড়ি ধেয়ে যায়?
ভাইরাস যদি থাকতোনা তায় – খেতাম ধরে সোপ
বলিস না আর কথা খোকা – থাকরে এবার চুপ!

০৪/১০/২০২০ খ্রিস্টাব্দ।


সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

এই বিভাগের সর্বাধিক পঠিত

Facebook Comments

চতুর্থ বর্ষপূর্তি

cbna 4rth anniversary book

Voyage

voyege fly on travel

cbna24 youtube

cbna24 youtube subscription sidebar

Restaurant Job

labelle ads

Moushumi Chatterji

moushumi chatterji appoinment
bangla font converter

Sidebar Google Ads

error: Content is protected !!