ফিচার্ড বিশ্ব

ইউক্রেনে রুশ আক্রমণ কার্যকরভাবে শুরু! বিশ্বব্যাপী নিন্দা

ছবি সংগৃহীত

ইউক্রেনে রুশ আক্রমণ কার্যকরভাবে শুরু! বিশ্বব্যাপী নিন্দা

ইউক্রেনে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান শুরু করেছে।  ইউক্রেনে রুশ আক্রমণ কার্যকরভাবে শুরু হয়েছে।  যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে । রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে।

সামরিক হামলা শুরু করার আগে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের বিশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ পশ্চিমা দেশগুলোর পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, জাপান প্রভৃতি দেশ চাপ সৃষ্টি করতে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল। তাতে রাশিয়ার সাম্রাজ্যবাদী ও চরম আগ্রাসীবাদী ডিকটেটর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে কোনও ভাবেই দমানো যায়নি। এতে কোনো কাজই হয়নি। পশ্চিমা দুনিয়ার প্রবল বিরোধিতার মধ্যেই রাশিয়া সম্প্রতি ইউক্রেন সীমান্তে দুই লাখ সেনা মোতায়েন করে। রুশ পার্লামেন্ট প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদেশে সৈন্য ব্যবহারের অনুমতি দেয়। এরই মধ্যে রাশিয়া পরমাণু অস্ত্রের মহড়া শুরু করেছে।  রাশিয়া না থেমে বরং গত রাতভর পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে (দোনেৎস্ক ও লুহানস্ক) হামলা চালিয়েছে। ইউক্রেনের ওই অঞ্চলটি রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া গত সোমবার অঞ্চল দুটিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।

ইউক্রেনে রুশ আক্রমণের জেরে সাত বছর পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম বেড়ে ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। একই কারণে বিশ্বব্যাপী শেয়ারের দর এবং সূচকের পতনও অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সোনার দামও বাড়তে শুরু করেছে।

সূ্ত্র : আন্তর্জাতিক সংবাদ

 


 

সংবাদটি শেয়ার করুন