কানাডার সংবাদ ফিচার্ড

ওমিক্রন এখন কানাডার অটোয়ায়

ওমিক্রন এখন কানাডার অটোয়ায়

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনেরওমিক্রনএখন কানাডার অটোয়ায়।

অন্টারিও সরকার রবিবার ঘোষণা করেছে, অটোয়াতে করোনভাইরাসটির ওমিক্রন রূপের দুটি নিশ্চিত ঘটনা রয়েছে।

“আজ, অন্টারিও প্রদেশ অটোয়াতে COVID-19-এর ওমিক্রন রূপের দুটি ক্ষেত্রে নিশ্চিত করেছে, উভয়ই নাইজেরিয়া থেকে সাম্প্রতিক ভ্রমণকারী ব্যক্তিদের মধ্যে পাওয়া গেছে যা অটোয়া পাবলিক হেলথ “বিবৃতিতে বলা হয়েছে রোগীরা বিচ্ছিন্ন রয়েছে ।

এগুলি কানাডায় নিশ্চিত হওয়া ওমিক্রন বৈকল্পিকের প্রথম কেস, দেশটি বিদেশী নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করার কয়েকদিন পরে আসছে যারা পূর্ববর্তী দুই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশে গিয়েছিলেন।

শুক্রবার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ওমিক্রন বৈকল্পিকটি প্রথম দক্ষিণ আফ্রিকার গবেষকদের দ্বারা চিহ্নিত করা হয়েছিল এবং বিশ্বব্যাপী উদ্বেগকে উস্কে দিয়েছে।

অন্যান্য করোনাভাইরাস ভ্যারিয়েন্টের তুলনায় বৈকল্পিকটি বেশি সংক্রমণযোগ্য, নাকি যারা এটি ধরেন তাদের স্বাস্থ্যের জন্য আরও বিপজ্জনক কিনা তা এই সময়ে জানা যায়নি।

তবে এটা নিশ্চিত যে দু’জন ওমিক্রন শনাক্ত হবার পর কানাডা সরকারকে নতুনকরে চিন্তায় ফেলে দিয়েছে।


এসএস/সিএ

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন