দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জে উল্টো রথে শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

কমলগঞ্জে উল্টো রথের মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথদেবের রথযাত্রা উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয়েছে। বুধবার (২৮ জুন) বিকাল ৪টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথের এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে সহস্রাধিক ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে গত ২০জুন(মঙ্গলবার) কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ীতে রথযাত্রা উদযাপন পরিষদের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৯ম বছরের মতো এবার কমলগঞ্জের রথযাত্রা উদযাপন পরিষদ রথযাত্রার আয়োজন করেছিল। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল- মঙ্গল আরতি, দর্শন আরতি, গীতা পরায়ন, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য প্রভৃতি।

বুধবার বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এসময় কমলগঞ্জ রথযাত্রা উদযাপন পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

রথযাত্রা উৎসব দেখতে আসা মুগ্ধ দত্ত, তুষার পাল, রিতু রায়, শুদ্ধ দত্ত সহ ভক্তবৃন্দরা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। রথযাত্রার এই ৯দিন ভক্তবৃন্দরা ব্যাপক আনন্দ উপভোগ করেন। এই ৯দিন প্রাণবন্ত হয়ে কেন্দ্রীয় দূর্গাবড়ি প্রাঙ্গন।

এদিকে, শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে ভানুগাছ বাজারস্থ নামহট্ট সংঘের উদ্যোগে ইসকন মন্দির থেকে বিকাল সাড়ে ৪টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান ও শমশেরনগর কালিবাড়ি, পতনঊষার, শ্রীসূর্য্য, মৃর্ত্তিঙ্গা চা বাগান, পাত্রখোলা চা বাগান, মাধবপুর, আলীনগর, কুরমা চা বাগান, সিদ্ধেশ্বরপুর, কালারায়বিল, তিলকপুরসহ বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে রথযাত্রা পালিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন