দেশের সংবাদ ফিচার্ড

বঙ্গবাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে : চার হাজার দোকান পুড়ে ছাই

বঙ্গবাজারে-আগুন
Bongobazare Agun

বঙ্গবাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে : প্রায় চার হাজার দোকান পুড়ে ছাই : বুক চাপড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়ছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম প্রধান একটি কাপড়ের মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। বঙ্গবাজার পাইকারি ও খুচরা কাপড়ের জন্য বাংলাদেশের প্রধান ও পরিচিত মার্কেটগুলোর একটি।

আজ ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে এই আগুন লাগার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বঙ্গবাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে এখন পর্যন্ত। বঙ্গবাজারে প্রায় চার হাজারের মতো দোকান আছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বঙ্গবাজারে আগুনের ঘটনা জানার পর ঢাকা এবং আশেপাশের জেলার সবগুলো ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে কাজ করছে। ভয়াবহ আগুন নেভাতে বিমান বাহিনীর হেলিকপ্টার কাজ করছে। হাতিরঝিল থেকে তিনটি হেলিকপ্টারে করে পানি নিয়ে বঙ্গবাজার মার্কেটে ছিটানো হচ্ছে। এছাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ হোস পাইপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে পানি ছিটাচ্ছেন। আগুন ছড়িয়ে পড়েছে এনেক্সকো ভবনসহ পাশের কয়েকটি ভবনে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস, বিজিবি সেনা ও বিমানবাহিনীর ৫০টি ইউনিট কাজ করছে। সকাল সোয়া ৬টায় লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তব্যরত সদস্যরা।

মার্কেট ও আশেপাশের এলাকায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না। ভয়াবহতা দেখে বোঝা যাচ্ছে যে এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।

আবু জাফর নামে এক ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, বঙ্গবাজারে তার দুটো দোকান আছে এবং তিনি সেখানে ২৪ বছর ধরে ব্যবসা করছেন। তিনি বলেন, “ঈদের আগে দোকানে ৪০ লক্ষ টাকার মালামাল তুলেছিলাম। সব শেষ হয়ে গেছে,” আবু জাফর।

আরেকজন ব্যক্তি জানান, তার খালাতো ভাই, মামাতো ভাই- সবার মিলে একশোর বেশি দোকান আছে। এটাই তাদের আয়ের উৎস এবং তাদের পরিবার এই আয়েই চলে। তিনি জানান, “দোকান থেকে কিচ্ছু বের করতে পারি নাই। নিঃস্ব হয়ে গেলাম ভাই”।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।  এর আগেও ঢাকার বঙ্গবাজারে একাধিকবার আগুন লাগার ঘটনা ঘটেছে।

CBNA24 অনলাইন ডেস্ক

এফএইচ/বিডি

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন