কানাডার সংবাদ ফিচার্ড

ভাল্লুককে ডিম খেতে দিয়ে জরিমানা গুণলেন কানাডিয়ান নারী

খবর ডেইলি মেইল’র

ভাল্লুককে ডিম খেতে দিয়ে জরিমানা গুণলেন কানাডিয়ান নারী

মানুষের খাবার ভাল্লুককে খাওয়ানোর দায়ে এক কানাডিয়ান নারীকে ৬০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। ওই নারীর বিরুদ্ধে অভিযোগ তিনি সপ্তাহে কয়েক ডজন ডিম, ৫০ পাউন্ড গাজর ও ১০ কেস আপেল কিনতেন এবং সেগুলো তিনি ভাল্লুকদের খাওয়াতেন।  খবর ডেইলি মেইল

২০১৮ সালে কানাডার পাবলিক সেফটি এজেন্সিতে একদল লোক অভিযোগ করেন যে, আশেপাশের কেউ কালো ভাল্লুককে খেতে দিচ্ছে।  এরপরই কর্মকর্তারা তদন্ত শুরু করেন। তদন্তে বের হয়ে আসে যে, এক মহিলা ভাল্লুকগুলোকে প্রতিদিন মানুষের খাবার খাওয়াচ্ছেন। আর এভাবে মানুষের খাবার ভাল্লুককে দেওয়ার কারণে জননিরাপত্তার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তারা দাবি করেন।

ভাল্লুকগুলো যেহেতু ওই নারীর কাছ থেকে খাবার নিতে অভ্যস্থ ছিলো তাই তাদের পুর্নবাসন করা যায়নি। তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর জননিরাপত্তার স্বার্থে ২০১৮ সালের সেপ্টেম্বরে লোকালয়ে ঘুরে বেড়ানো তিনটি ভাল্লুক মেরে ফেলে বন্যপ্রাণী কর্মকর্তারা। তারা জানায়, ভাল্লুকগুলো সম্পত্তির ক্ষতি করেছে তবে মানুষকে কোনো ভয় দেখায়নি।

কনজারভেশন অফিসার সার্ভিস সার্জেন্ট সাইমন গ্রাভেল বলেছেন, ‘ভালুকের মতো বিপজ্জনক বন্যপ্রাণীকে প্রলুব্ধ করার জন্য অবৈধভাবে খাওয়ানো বা আকর্ষণ করা অত্যন্ত বিপজ্জনক কার্যকলাপ। একবার ভাল্লুক মানুষের খাবারের সাথে যুক্ত করতে পারলে তা জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি তৈরি করে।’


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন