দেশের সংবাদ ফিচার্ড

ফরিদপুরের ভাঙ্গায় মাঝরাস্তায় মাইক্রোবাসে আগুন : নিহত ৫ (ভিডিও)

মাইক্রোবাসে-আগুন

মাইক্রোবাসে আগুন!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাঝরাস্তায় একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৫ জন নিহত হয়েছেন।

আজ ২৪ জুন ২০২৩, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মালিগ্রামে অ্যাপ্রোচ সড়কে একটি মাইক্রোবাস দ্রুত গতির কারনে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে গাড়ির ভেতরের গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মাঝরাস্তায় মাইক্রোবাসে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন এবং তিনি জানান, উপজেলার মালিকগ্রাম ওভারব্রিজের ওপরে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে সিলিন্ডার বিস্ফোরণে ছয় আরোহী দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় ঘটনাস্থলে।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন মাইক্রোবাসের চালক। তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র : যুগান্তর

CBNA24 অনলাইন ডেস্ক (এফএইচ/বিডি)

আমাদের ফেসবুক পেজে যেতে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলে যেতে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন