প্রবাসের সংবাদ ফিচার্ড

মালয়েশিয়ায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে জরিমানা গুনলেন বাংলাদেশি

আটক বাংলাদেশি দিপালাপ হোসেন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে জরিমানা গুনলেন বাংলাদেশি

ইচ্ছাকৃতভাবে মালয়েশিয়ান পতাকা উল্টো করে টাঙানোর দায়ে আর্জেন্টিনা সর্মথক মো. দিপালাপ হোসেন(২৭) নামে এক বাংলাদেশিকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে মালয়েশিয়ার আদালত। গতকাল মঙ্গলবার আদালতে দোষ স্বীকার করার পর ম্যাজিস্ট্রেট পি.সারুলতা প্রবাসি বাংলাদেশি মো. দিপলপ হোসাইনকে এ জরিমানা করেন। দিপলপ আদালতেই তার জরিমানার অর্থ পরিশোধ করেন।

পুলিশ জানিয়েছে, দিপালাপ দেশটির সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় প্রোডাকশন অপারেটর হিসেবে কাজ করেন। তিনি গত ২৬ নভেম্বর দুপুরে নিজের বাসার বারান্দায় আর্জেন্টিনার পতাকার নিচে মালয়েশিয়ার পতাকা টাঙান। কিন্তু মালয়েশিয়ার পতাকাটা উল্টো করে টাঙান তিনি। এ ঘটনায় মালয়েশিয়ান এক নাগরিক স্থানীয় থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত শনিবারে বুকিত রাজার জালান মুহিব্বাহ থেকে দিপালাপ হোসেনকে আটক করা হয়।

মামলার তথ্যানুযায়ী, অত্র এলাকার একটি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রথমে দিপালাপ হোসেনকে পতাকাটি সোজা করে তোলার পরামর্শ দিয়েছিলেন। পরে দিপালাপ উস্কানিমূলক যুক্তি দেখিয়ে পতাকার অবস্থান পরিবর্তন করতে অস্বীকার করেন। এ ঘটনায় মালয়েশিয়ার পতাকাটি উল্টো করে টাঙানোয় স্থানীয়দের ক্রোধের মুখে পড়েন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে দিপলপকে আটক করে পুলিশ।

মরুভূমির দেশ কাতারে চলছে ফুটবল বিশ্বকাপ। ফুটবলের এ আসরকে ঘিরে চারদিকে দেখা যাচ্ছে নানা উন্মাদনা। বিশ্বকাপ এলে সমগ্র বাংলাদেশ যেনো আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই মেরুতে ভাগ হয়ে যায়। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগ, জেলা এমনকি উপজেলা শহরে প্রিয় দলের দেশের পতাকা দিয়ে মুড়িয়ে ফেলে সমর্থকরা। দেশের সীমানা ছাড়িয়ে পতাকা টাঙানোর সেই উন্মাদনা বিদেশের মাটিতেও দেখাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।



সংবাদটি শেয়ার করুন