ফিচার্ড সাহিত্য ও কবিতা

মেঘ ও মানুষ ।। বিপ্লব ঘোষ

মেঘ ও মানুষ ।। বিপ্লব ঘোষ


এখন মেঘেদের দেখলে মনে পড়ে  

কোনো নদীর পাড়ে বাউলেরা এসেছে  
তাঁবু টানিয়ে থাকবে মাধুকরী করে  
শ্রাবণ শেষে কখন তারা চলে গেছে ।
 
যে মেঘ আসে,সে কি আর ফেরে কখন 
ঢেউয়ের মতো প্রতিটি মেঘ যেমন 
তাই মনে হয় এই আমার আপন  
শুধু মানুষ গেলে কেনো করো রোদন !

——————————————


 
প্রিয় 
 
আমি মেঘ হতে পারি প্রিয় 
তুমি বৃষ্টি হয়ে ভাসাও নদী 
আমি নদী হয়ে ভাসতে পারি  
তুমি সাগর হয়ে ডাকো যদি !
 

——————————-


 

সারাজীবন মাথার পরে


 
অকালে সন্তান চলে গেলে 
সারাজীবন মাথার পরে 
সন্ধ্যা নেমে আসে ।
 
অকালে সন্তান চলে গেলে 
সারাজীবন মাথার পরে 
জল বয়ে যায় ।
 
বিফল মনে খড়কুটো খুঁজতে গিয়ে 
শূন্য হয়েই ফিরতে হয়  
সারাজীবন মাথায় আগুন জ্বলে ।
 
বাঁচতে গেলে ছুটতে হবে 
একদিন সব যাবে থেমে 
কেনরে মন খারাপ ওরে  
আনন্দে জীবন রাখ ভরে 
এই কথার কি মূল্য আছে  ! 
অকালে সন্তান চলে গেলে ! 
 
তবু কবিরা আঘাত পেয়ে 
কবিতা লিখবে দুঃখ নিয়ে  
সৃষ্টি সুখের সরণি বেয়ে ।
 
বাকি সব মাথার পরে  
অন্ধকারের আগুন ধরে ।


সংবাদটি শেয়ার করুন