ফিচার্ড বিশ্ব

সৌদি নারীরা এবার যোগ দিতে পারবেন সশস্ত্র বাহিনীতে

সশস্ত্র বাহিনীতে
প্রতিকী ছবি

সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে হাতে অস্ত্র তুলে নিতে পারবেন সৌদি আরবের নারীরা। আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য পদক্ষেপটি নেওয়া হয়েছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্য, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট ও স্টাফ সার্জেন্ট পদে নিয়োগ পাবেন সৌদি আরবের নারীরা।

এজন্য অবশ্য নির্দিষ্ট ওজন ও উচ্চতা থাকতে হবে আগ্রহী নারীদের। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাদের। এক্ষেত্রে বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে সশস্ত্র বাহিনীতে যোগদানের অযোগ্য হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ২০১৮ সালে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তারপর ২০১৯ সালে সৌদি সরকার ঘোষণা দেয়, সশস্ত্র বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারি মাসে সৌদি আরবের সরকারি একজন কর্মকর্তা জানান, শিগগিরই সে দেশের আদালতে নারী বিচারক নিয়োগ দেওয়া হবে।

সূত্র: ব্লুমবার্গ

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন