স্বপ্নের সারথি |||| বিশ্বজিৎ মানিক
জাতির জনক বঙ্গবন্ধু তোমার
পয়তাল্লিশতম শাহাদাত দিবস
ভুলবে না তারা,কোনদিনও না
যাদের আছে আদর্শের পরশ।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে তুমি
এনে দিয়েছিলে পতাকা মানচিত্র
রক্ত দিয়েই দেওয়া হলো মাশুল!
হায়রে বাঙালি কি বিচিত্র!
দুঃসাহসি উত্তাল ঝড় বেগে
তুমি সমুদ্র দিয়েছিলে পাড়ি
তোমার সৃষ্ট দলের অনেকেই
দিয়েছিল তোমাকেই ছাড়ি।
তুমি ছিলে জাতির নয়নের মনি
স্বাধীন বাংলার স্বপ্নের সারথি
করবেই তোমাকে শ্রদ্ধা বাঙালী
চলমান থাকবে তোমার আরতি।
জীবনের দরজা উন্মুক্ত রাখতে
তুমি হওনি কখনো কুণ্ঠিত
পনেরো আগষ্ট পচাত্তরের ভোরে
কতো প্রাণ হয়েছিল লুণ্ঠিত।
হত্যাকারী যারা ছিল তাদেরে
হয়েছিল দেওয়া দায়মুক্তি
পেয়েছিল তারা সরকারি অস্ত্র
মোশতাকের রাজনৈতিক শক্তি।
খুনিরা সবাই পুরস্কৃত হয়েছিল
পেয়ে বিদেশে লোভনীয় চাকরি
সুযোগ সুবিধা প্রয়োজন যাহা
পেয়েছিল তাহা সবই সরকারি।
সপ্তম সংসদে হাসিনার কালে
দায়মুক্তি রহিতকরন বিল
পাশ হয়েছিল বাংলায় সেদিন
পড়েছিল তাতে রাষ্ট্রের সীল।
ঘাতকের দল পড়েছিল ধরা
দায়মুক্তি রহিতকরনের বলে
কেহ কেহ আবার পালিয়ে গিয়েছিল
ছল চাতুরী ও নানা কৌশলে।
তোমাদের গুরু খোন্দকার মোস্তাক
উপাধি পেয়েছে বিশ্বাস ঘাতক
তোমরাও বাচা অপরাধী যারা
আইনে হবেই একদিন আটক।
১৫/০৮/২০২০ খ্রিস্টাব্দ।