দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জের সংবাদ পরিক্রমা

কমলগঞ্জের সংবাদ পরিক্রমা

কমলগঞ্জে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের কমলগঞ্জে ২৮ লক্ষ ৩৩ হাজার টাকা ব্যয়ে ভানুগাছ-সরইবাড়ী রোড টু বনগাঁও-রাসটিলা উত্তর বালিগাঁও  ৩৫০ মিটার রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুমতি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কমলগঞ্জ এর বাস্তবায়নে রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, কমলগঞ্জ সদর ইউপি সদস্য সোলেমান হোসেন ভুট্টু, আওয়ামীলীগ নেতা ছুরাব মিয়া, আশিদ আলী, বদরুল আলম জেনার প্রমুখ। এর আগে উপাধ্যক্ষ ড. মো. আাব্দুস শহীদ এমপি বালিগাঁও গ্রামে মণিপুরি মহিলাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া শুনেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মাধবপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতের বিসমিল্লাহ জুয়েলারী দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

কমলগঞ্জে জুয়েলারী দোকানের ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতের বিসমিল্লাহ জুয়েলারী দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের রুমের ওয়ালসহ ষ্টীলের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানের মালিক আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে তার ভাড়াটিয়া হেমু কানু তার ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের সামনের গ্রীল খোলা এবং তালাগুলো নিচে পড়ে আছে ও দোকানের পিছনে ষ্টীলের দরজাও ভাঙা। তখন তিনি মালিক মতিনকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুকে ডেকে আনেন। দোকানের মালিক আব্দুল মতিন আরো জানান, তার লকারে প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিলো।  ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুধর্ষ চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রেনের উপর গাছ, দেড় ঘন্টা পরে ছাড়ল ট্রেন

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলে গাছ পড়ায় সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ আপ আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন দেড় ঘন্টা পাহাড়ের মধ্যে আটকা পড়েছিল। এতে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার(১০ জুন) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পাহাড়ি বনের মধ্যে ট্রেন আটকা পড়ায় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে গাছ উপড়ে পড়ার কথা যেনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়েছে। এসময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমূখী ৭১৯ নং ডাউন যাত্রীবাহী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছিল। রেলপথে পড়া গাছ কেটে সরালে প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনাঞ্চলের রেলপথের ধারের একটি বড় গাছ শিকড়সহ উপড়ে পড়ে। ফলে শ্রীমঙ্গল স্টেশন অতিক্রম করে সিলেট অভিমুখী যাত্রীবাহী ৭০৯ নং আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন এসে পাহাড়ি এলাকায় আটকা পড়ে। এসময়ে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী যাত্রীবাহী ৭১৯ নং ডাউন  পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও বনকর্মীরা এসে রেলপথে পড়ে যাওয়া গাছ কেটে সরানোর পর দুপুর দেড়টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন