বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সাহিত্য ও কবিতা

কান্ডারী তুমি ||||  বিশ্বজিৎ মানিক

কান্ডারী তুমি ||||  বিশ্বজিৎ মানিক

কান্ডারী তুমি মুক্তি সোপানের – অনলবর্ষী নেতা
বঙ্গবন্ধু মুজিবুর রহমান – তুমি এ জাতির পিতা
অবদান তোমার যাবে না তো ভোলা – ভুলবো না কোনদিন
শোধ হবে না, কোন দিনও না – তোমার রক্তের ঋণ।

স্বীকৃতি তোমায় দিয়েছে বিশ্ব – সর্বশ্রেষ্ঠ মুজিবুর
জাতির হৃদয়ের ধ্রুবতাঁরা তুমি – টুঙ্গিপাড়ায় কবর
শেখ পরিবারে জন্ম যে তোমার – খোকা ছিল ডাক নাম
মুজিব শতবর্ষ পালিতেছে রাষ্ট্র – চালিয়ে মহা ধুমধাম।

মুক্ত স্বাধীন স্বদেশ ভূমি – লক্ষ্যটি ছিল স্থির
জেল জুলুম, শত নিপীড়নে – অবিচল মহাবীর
কারাবাস তুমি, করেছো কতো – জীবনের যৌবন কালে
কোটি কোটি বাঙালির নয়নের মনি – হয়নি তো কেউ হালে।

রথী মহারথী কতো মহাজন – নস্যি তোমার কাছে
দিয়েছিলে করে পলকের চমকে – অপকৌশল সব মিছে
ভুট্টো ইয়াহিয়ার কারসাজি যতো – করেছিলে নস্যাৎ
অনুচর গুলো পথে ঘাটে পড়ে – হয়েছিল কপোকাত।

দস্যুর বেশে ঘাতকের দল – কেড়ে নিয়েছিলো প্রাণ
নিয়েছিলো বটে হয়নি সফল – পারেনি নিতে সম্মান
যোগ্য উত্তরসূরী, কন্যাটি তোমার – স্বপ্ন করেছে সত্যি
ইতিহাস মাঝে স্থান করে নেয়া – রচিত হয়েছে ভিত্তি।

১৬/০৩/২০২১ খ্রিস্টাব্দ।


সংবাদটি শেয়ার করুন