জাতির জনক |||| শিকদার ওয়াহিদুজ্জামান
স্বাধীন বাংলার স্থপতি মুজিব তুমি বাংলার প্রাণ
জন্মেছিলে তুমি বাংলার বুকে তাই তুমি মহিয়ান
অত্যাচারীর ভেঙেছো দাঁত গুড়িয়ে দিয়েছো কামান
সঙ্গে ছিলো আমজনতা কাঁপিয়ে দিয়েছো তামাম।
তুমি বিশ্বের শ্রেষ্ঠ কন্ঠ বিশ্বে কোথাও নাই
বিশ্ব কাপে তোমার ভাষণে তোমার তুলনা নাই
চাওনি তুমি নেওনি তো কিছু জীবনের ব্রত তোমার
তোমার ত্যাগে মহিয়ান জাতি মহিয়ান বাঙালি তোমার ।
সিংহের মতো লড়েছো তুমি টলেনি কো তোমার মন
সাথে ছিলো তোমার কোটি জনতা সাত কোটি জনগণ
অস্ত্র ছাড়া লড়েছো তুমি জনতাই ছিলো বল্
হারাওনি সাহস ভেঙেছো বিষ দাঁত কুপোকাত করেছো ছল্।
কারাগারে তুমি ছিলে অবিচল ভাঙোনি কো মনোবল্
একাই লড়েছো একাই পিষেছো পাকিদের ছল্ বল্
কতো ষড়যন্ত্র কতো ছলবল্ ভয় দেখানোর তরে
করেছিলো সেদিন পাকিস্তানে ওরা ডরোনিকো তারপরে।
বলেছিলে তুমি ফাঁসির দড়িতে ঝোলাতে পারো আমারে
স্বাধীনতা আর স্বাধীকার ছাড়া ফিরবো না আর ঘরে
সত্যিই তুমি দেখালে কবি বিশ্ববাসী কে ভাই
শেষতক তুমি বীরের বেশেই ফিরলে স্বদেশে তাই।
তুমি যে নেতা তুমি যে মুজিব তুমি যে জাতির পিতা
স্থপতি আজ তুমি যে বাংলার তুমি যে দেশেরনেতা
কতো শতো নেতা জন্মিলো বিশ্বে দিলো যে ভাষণ কতো
তোমার ভাষণের পাশে নেই কেউ তোমার কবিতার মতো।
আসবে না আর আসবে না ফিরে তোমার মতোন নেতা
তুমি জনতার গণজাগরণ তুমিই জাতির পিতা
যতোদিন রবে নদী সব বাংলার যতোদিন বহমান
ততোদিন রবে বিশ্ব নেতা তুমি শেখ মুজিবুর রহমান।
বাংলো, সিনিয়র জেলা ও দায়রা জজ
সুনামগঞ্জ
এস এস/সিএ