কানাডার সংবাদ ফিচার্ড

সরগম মিউজিক একাডেমীর দশম বর্ষপূর্তি -২০২১

সরগম মিউজিক একাডেমীর দশম বর্ষপূর্তি -২০২১

সংগঠন প্রেরীত সংবাদ।  কানাডা মন্ট্রিয়লের বাংলা মূল ধারার শুদ্ধ সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সরগম মিউজিক একাডেমী গত ২৭ নভেম্বর শনিবার , অনারম্বরভাবে উদযাপন করলো দশম বর্ষপূর্তি । সেই ২০১১ সালে বাংলার দুই কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের শুভ উদ্বোধনের পর সরগম মিউজিক একাডেমী আজ ২৭ নভেম্বর, ২০২১ গৌরবের সঙ্গে পার করলো তার পথচলার এক দশক ।

করোনা অতিমারির কারনে বিভিন্ন বিধিনিষেধ থাকায় সরগম মিউজিক একাডেমী তার আঙিনায় শুধুমাত্র ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে পালন করলো তার দশক পূর্তি । এই দশক পূর্তি উপলক্ষে ছাত্রশিক্ষক সমন্বয়ে কেক কাটা হয়। অনলাইনে শুভেচ্ছা বানী প্রদান করেন সিটি কাউন্সিলর মিসেস মেরী ডেরস। শুভেচ্ছা সহ শুভ কামনা করে বক্তব্য প্রদান করেন যথাক্রমে  একাডেমীর তবলার প্রশিক্ষক ঝলক দেব চৌধুরী, গীটারের প্রশিক্ষক আফাজ উল হক, বেহালার প্রশিক্ষক শিবা শক্তি, নাচের প্রশিক্ষক তৃষা ঘোষ, গানের প্রশিক্ষক শর্মিষ্ঠা মহুরি। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন একাডেমীর ডিরেক্টর রনজিত মজুমদার। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন একাডেমীর প্রিন্সিপ্যাল ডরিন মলি গোমেজ । তিনি তার বক্তব্যে এও ঘোষণা করেন যে, একাডেমীর দশক পূর্তির অনুষ্ঠান ব্যাপকভাবে এবং জাঁকজমক সহকারে আগামী সামার সিজনের জুলাই মাসে অনুষ্ঠিত হবে।

সাংস্কৃতিক পর্বে একাডেমীর ছাত্রছাত্রিরা তাদের বিভিন্ন  পরিবেশনায় সবাইকে মুগ্ধ করেন। সমবেত ভাবে তবলার লহরা পরিবেশন করে তবলা বিভাগের শিক্ষার্থীরা। একযোগে গীটার বাজীয়ে শোনান গীটার বিভাগের শিক্ষার্থীরা। তেমনি বেহালা বাজীয়ে শোনান বেহালা বিভাগের শিক্ষার্থীরা। নাচ পরিবেষণ করে একাডেমীর নাচের শিক্ষিকা তৃষা ঘোষ। কবিতা পাঠ করে একাডেমীর নতুন শিক্ষার্থী বন্ধু খায়রুন নাহার দীপা। সঙ্গীতানুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকের গান পরিবেষণ করে একাডেমীর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বন্ধুরা। উল্লেখ্য, সমগ্র অনুষ্ঠানটি দেখা যাবে ২৭ নভেম্বর রাতে সরগমের ইউ টিউব চ্যানেল এবং বিভিন্ন ফেইজ বুক পেইজে। দশম বর্ষপূর্তির এই সমগ্র অনুষ্ঠানটি  ক্যামেরা বন্দি করে অনলাইনে বিভিন্ন চ্যানেলে একযোগে প্রচারের ব্যবস্থা করেন মোয়াজ্জেম সাজু।

 

১০ম বর্ষপূর্তির ভিডিওটি দেখেতে হলে প্লিজ ক্লিক করুন

 





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন