দেশের সংবাদ ফিচার্ড

লকডাউনে চুপিসারে বিয়ে, বাড়ি ফেরার পথে  ধরা খেলেন যারা

লকডাউনে চুপিসারে বিয়ে, বাড়ি ফেরার পথে  ধরা খেলেন যারা

সারাদেশের মতো চট্টগ্রামেও সর্বাত্মক লকডাউন চলায় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেয়া হচ্ছে না ঘর থেকে। পরিস্থিতি যখন এমন, তখন একদল নারী-পুরুষ চুপিসারে করেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারলেও বাড়িযেতে গিয়ে মুখোমুখি হতে হচ্ছে প্রশাসনের চেকপোস্টে। কেউ কেউ গোপনে অলিগলি ধরে বাড়ি পৌঁছতে পারলেও অনেকে আবার চেকপোস্টে আটকা পড়ছেন।

এমনই এক নবদম্পত্তি চট্টগ্রামের হাটাহাজারী বাস স্ট্যান্ডে বসা ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়েছিলেন শুক্রবার বিকেলে।

যদিও তাদের দাবি— সীমিত পরিসরে মাত্র কয়েকজনের উপস্থিতিতে মন্দিরে এই বিয়ের আয়োজন হওয়ায় তারা রেহাই পান আদালতের জরিমানা থেকে। কিন্তু ৭ দিন ঘরে থাকার অঙ্গীকারে বাড়ি ফিরতে দেয়া হয় নবদম্পতিকে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এক নবদম্পতিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে আটক করা হয়। পরে আগামী ৭ জুলাই পর্যন্ত ঘর থেকে বের হবে না এ অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন বলেন, কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হাটহাজারী বাস স্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়। প্রত্যেক গাড়ি ও মানুষকে রাস্তায় বের হওয়ার কারণ জানাতে হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে আমাদের দেখে একটি অটোরিকশা দ্রুত চলে যেতে চাইলে তাকে আমরা আটক করি। এসময় সেখানে একজন নববধু ও বরকে বিয়ের সাজে দেখতে পাওয়া যায়। একই গাড়িতে চালক ছাড়াও আরও দুজন তাদের স্বজন ছিলেন।

তিনি বলেন, ‘নব বিবাহিত দম্পতি জানান, বিয়ের লগ্ন থাকায় চিকনদণ্ডির একটি মন্দিরে কয়েকজনের উপস্থিতিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সেরে পৌরসভার বাড়ৈপাড়ার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আগামী ৭ দিন বাড়ি থেকে বের হবে না এমন প্রতিশ্রুতিতে তাদের বিয়ের বিষয়টি মানবিক বিবেচনায় জরিমানা ছাড়া ছেড়ে দেয়া হয়।’

লকডাউনে সিলেটের বরের গাড়িসহ ২ দিনে মোট জরিমান আদায় ২লাখ ১১ হাজার টাকা

আবুল কাশেম রুমন  সিলেট থেকে: কঠোর লকহাউনের পরিস্থিতি নির্দেশনা ভেঙ্গে বিয়ের দায়ের ১০ হাজার টাকা পরিমান করেছেন সিলেটের হুমায়ুউন রশীদ চত্বরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গত দু দিনে সিলেটে ২২০ মামলার বিপরীতে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউনের শুরুর প্রথম দিনে দিন ভর অভিযানে সিলেট জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই জরিমানা আদায় করে।
জেলা প্রশাসন সিলেট এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট (কভিড-১৯) মিডিয়া সেল শাম্মা লাবিবা অর্ণব ও মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাদের পৃথক সংবাদ বিজ্ঞপিত্তে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার দিনব্যাপী মহানগর ও সিলেটের সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৭২ টি মামলার বিপরীতে ২ লাখ ৬০০ টাকা জরিমানা করা করেন। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহায়তা করে  সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সর্বমোট ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, লকডাউন অমান্য করায় মহানগর পুলিশের অভিযানে ৯টি সিএনজি অটোরিকশা, ৩০টি মোটরসাইকেল, ২টি প্রাইভেট কার ও অন্যান্য আরো ৭টি যানবাহনে মোট ৪৮টি মামলা করা হয়। এ সময় ১৮টি সিএনজি অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার এবং অন্যান্য যানবাহন ২৪টি সহ মোট ১০৪টি গাড়ি আটক করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

 

 

সংবাদটি শেয়ার করুন