CBNA English NEWS প্রবাসের সংবাদ ফিচার্ড

Bangladesh Embassy hosts reception to celebrate longstanding Dhaka-Washington partnership

Bangladesh Embassy hosts reception to celebrate longstanding Dhaka-Washington partnership: Washington keen to expand trade, create job opportunities for BD & US people says Congressman Joe Wilson

Washington DC, 21 July 2023 — Congressman Joe Wilson, the Co-Chair of Bangladesh Caucus at the US Congress, has praised Bangladesh’s tremendous economic progress and said that the United States is looking forward to expanding trade ties and creating job opportunities for the people of both the countries.

Mr Wilson, a Republican Congressman from South Carolina, was speaking as the chief guest at a reception hosted by Bangladesh Embassy in Washington DC on Thursday (July 20) evening to celebrate longstanding partnership between Bangladesh and the USA.

Bangladesh Ambassador to the United States Muhammad Imran delivered the welcome address.

Ms Elizabeth Horst, Principal Deputy Assistant Secretary, Bureau of South and Central Asia, State Department, and Mr Brian Luti, Director for South Asia Regional Affairs, the National Security Council, the White House, spoke at the event as the Guests of Honour. Former Congressman Mr Jim Moran also addressed it.

Congressman Wilson said it’s a great opportunity of association of the United States for mutual benefits for the people of both Bangladesh and the USA.

While appreciating Bangladesh’s tremendous economic development, Joe Wilson mentioned the country’s strides to move towards trillion dollar economy, and achievement in reduction of poverty.

Bangladesh is an important country of South Asia and its people are hard working, Mr Wilson said and added that he introduced a resolution in the House of Representatives this week commending Bangladesh for providing safety of the Rohingyas.

In his welcome address, Bangladesh Ambassador Muhammad Imran welcomed the guests at the reception and extended sincere thanks to Congressman Joe Wilson for his encouraging remarks about Bangladesh-US relations and Bangladesh’s socioeconomic development.

Turning to Bangladesh’s impressive socioeconomic transformation under the dynamic leadership of Prime Minister Sheikh Hasina, the Ambassador said the government has been working towards economic growth by creating equal opportunities for all and realizing an inclusive society.

Ambassador Imran expressed sincere gratitude to the USA for its continued support and the humanitarian assistance for the Rohingyas temporarily sheltered in Bangladesh.

Ms Elizabeth Horst, in her remarks, said in the last five decades, Bangladesh and the USA have built a robust and broad partnership and the partnership is anchored by our shared vision for a prosperous, peaceful and democratic Bangladesh.

Mr Brian Luti, Director for South Asia Regional Affairs, the National Security Council, said the United States recognizes, respects and supports Bangladesh’s guiding principle – Friendship to all and malice to none. The US simultaneously respects for Bangladesh’s national security and sovereignty, as well as international laws and principles enunciated by the UN charter, he said.

Alternate Executive Director of World Bank Dr. Ahmad Kaikaus, Ambassadors of Malaysia, the Maldives, Sri Lanka and Sudan as well as diplomats of different countries, senior officials of the US government and State Department, academicians and members of the civil society joined the reception.

On the occasion, traditional Bangladeshi handicrafts were displayed and the traditional Bangladeshi foods were served for the guests.

ঢাকা-ওয়াশিংটন দীর্ঘদিনের অংশীদারিত্ব উদযাপনে বাংলাদেশ দূতাবাসের সংবর্ধনার আয়োজন:

বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশ ও মার্কিন জনগণের জন্য চাকরির সুযোগ তৈরি করতে যুক্তরাষ্ট্র আগ্রহী: কংগ্রেসম্যান জো উইলসন

ওয়াশিংটন ডিসি, 21শে জুলাই, 2023 – মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জো উইলসন বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেছেন যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং উভয় দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আগ্রহী।

দক্ষিণ ক্যারোলিনা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জো উইলসন বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব উদযাপন উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে একথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

মিজ এলিজাবেথ হর্স্ট, প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, স্টেট ডিপার্টমেন্ট এবং মিঃ ব্রায়ান লুটি, ডিরেক্টর ফর সাউথ এশিয়া রিজিওনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, হোয়াইট হাউস, সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। প্রাক্তন কংগ্রেসম্যান মিঃ জিম মোরানও এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের প্রশংসাকালে জো উইলসন ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে দেশের এগিয়ে যাওয়া এবং দারিদ্র্য বিমোচনে অগ্রগতির কথা উল্লেখ করেন।

তিনি বলেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং এর জনগণ কঠোর পরিশ্রমী। মিঃ উইলসন বলেন রোহিঙ্গাদের নিরাপত্তা প্রদানের জন্য বাংলাদেশের প্রশংসা করে এই সপ্তাহে প্রতিনিধি পরিষদে তিনি একটি প্রস্তাব উত্থাপন করেছেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তার বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কংগ্রেসম্যান জো উইলসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমৎকার আর্থ-সামাজিক রূপান্তরের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন সরকার সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত ইমরান বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন এবং মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিজ এলিজাবেথ হর্স্ট তার বক্তব্যে বলেন গত পাঁচ দশকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ও ব্যাপক অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং এই অংশীদারিত্বটি একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সহায়ক।

ডিরেক্টর ফর সাউথ এশিয়া রিজিওনাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মিঃ ব্রায়ান লুটি বলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র নীতি — সবার সাথে বন্ধুত্ব এবং কারো সাথে বৈরিতা নয় — কে স্বীকৃতি দেয়, সম্মান করে এবং সমর্থন করে। তিনি বলেন যুক্তরাষ্ট্র একই সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের পাশাপাশি জাতিসংঘ সনদে সন্নিবেশিত আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি শ্রদ্ধাশীল।

বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউস, মালয়েশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও সুদানের রাষ্ট্রদূতের পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিন সরকার ও পররাষ্ট্র দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাবিদ ও সুশীল সমাজের সদস্যরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে বাংলাদেশী হস্তশিল্প প্রদর্শন এবং অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন