জানা অজানা ফিচার্ড বিজ্ঞান ও প্রযুক্তি

ইমোজি পরিচিতি : কোন ইমোজি দিয়ে কি বুঝায় এবং এর ব্যবহার

কোন-ইমোজি-দিয়ে-কি-বুঝায়

ইমোজি কি? কোন ইমোজি দিয়ে কি বুঝায়? Emoji Meaning in Bengali: ইমোজি হলো মানুষের অনুভূতি আর মুখভঙ্গির আদলে গড়া এক ধরনের ডিজিটাল আইকন। সহজ করে বলা যায়, “ইমোজি হলো এক ধরনের ডিজিটাল ভাষা যে ভাষার কারণে একটা সাধারণ টেক্সটে ইমোশন জুড়ে যায়।” টাইপ করা মেসেজে যেহেতু কণ্ঠ শোনা যায় না তাই অনেক সময় সেই মেসেজ যে দিচ্ছে আর যে পড়ছে তাদের মাঝে বোধগম্যের পার্থক্য থেকেই যেতে পারে। কিন্তু একটা ইমোজি এই সমস্যাটাকে নিমিষেই সমাধান করে ফেলে। ভাষা হল মনের ভাব প্রকাশের মাধ্যম, আর ইমোজি নিজেই এমন একটি ভাষা যার মাধ্যমে মনের ভাব প্রকাশ করাটা আরও সহজ হয়েছে।

‘ইমোজি’ শব্দটি এসেছে ‘ইমোশন’ থেকে। কারণ, ইমোজিতে তো কেবল ইমোশনেরই ছড়াছড়ি। কিন্তু ইমোজি আর ইমোশন শব্দ দুটির মিল কতটুকু? আসলে ইমোজি শব্দটি এসেছে জাপান থেকে। জাপানিজে ই(e) বলতে বোঝায় ছবি আর মোজি(moji) অর্থ হল অক্ষর। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারছি ইমোজির মানে!

ইমোজির আবিষ্কারক কে বা সর্বপ্রথম কে ইমোজি তৈরি করেন, জানেন তো? জাপানের সিজেতাকা কুরিতা নামের এক ব্যক্তি ১৯৯৯ সালে প্রথম ইমোজি তৈরি করেন। কুরিতা তখন কাজ করতেন জাপানের মোবাইল ইন্টারনেট অপারেটর ডোকোমোতে।

কোন ইমোজি দিয়ে কি বুঝায় : Emoji Meaning in Bengali

যেহেতু ইমোজি মনের ভাব বা ইমোশন প্রকাশ করে তাই ইমোজির অর্থ এবং ব্যবহার জেনেই ব্যবহার করা উচিৎ। একেকটি ইমোজি দেখে যেটা মনে হয় তার আসল মানে তা নাও হতে পারে। তাই ভুল জায়গায় ভুল অর্থের ইমোজি পাঠিয়ে দেওয়ার বিরম্বনার হাত থেকে ব্যবহারকারীকে রক্ষা করার জন্য আজকের এই পোস্টে একশোটি ইমোজি নিয়ে আলোচনা করব।

😂 ভীষন খুশি হওয়া ইমোজিঃ ইংরেজীতে Face with Tears of Joy emoji. চরম সুখ বা হাসির অশ্রু বা হাসতে হাসতে কাইন্দা ফালাইছি বোঝাতে এই ইমোজি ব্যবহার করতে পারেন।

লাভ ইমোজি বা হার্ট ইমোজিঃ ইংরেজীতেও এটি Love Emoji or Hart Emoji. সত্যিকারের ভালোবাসা প্রকাশে এটি ব্যবহার করা হয়। সকল প্রকার লাভ ইমোজি বা হার্ট ইমোজির বিস্তারিত তথ্য পেতে এই পোস্টটি পড়ুনঃ লাভ ইমোজি পরিচিতি ও অর্থ, এবং কখন কোনটি ব্যবহার করবেন

😍 হৃদয়-চোখ ভালবাসা ইমোজিঃ ইংরেজীতে smiling face with heart-eyes Emoji. কোন কিছু পছন্দ হলে বা কোন কিছু দেখে মন ভালো হয়ে গেলে সেই সাথে তার প্রতি ভালোবাসা জাগ্রত হলে এই ইমোজি ব্যবহার করতে পারেন।

🤣 অতিরিক্ত আনন্দ পাওয়া ইমোজিঃ ইংরেজীতে Rolling on the Floor Laughing Emoji. কোন ব্যাপারে অতিরিক্ত আনন্দ পেলে বা আপনি এতটাই বিনোদিত হয়েছেন যে হাসতে হাসতে আপনার মেঝেতে গড়াগড়ি অবস্থা তখন এই ইমোজি ব্যবহার করতে ভুলবেন না।

😊 খুশি হওয়া ইমোজিঃ ইংরেজীতে Smiling Face with Smiling Eyes Emoji. খুশি হওয়া ইমোজি খুশি হলেই ব্যবহার করবেন।

🙏 প্রার্থনা জানানো বা কৃতজ্ঞতা জানানো ইমোজিঃ ইংরেজীতে Person with Folded Hands Emoji. কারো প্রতি কৃতজ্ঞতা বা অশেষ ধন্যবাদ জানাতে, অনুরোধ জানাতে, দোয়া চাইতে এটির ব্যবহার হয়।

💕 জোড়া হৃদয় বা ডাবল হার্টঃ ইংরেজীতে Two Hearts or Double Heart Emoji. ইমোজি মানে অনুভূতিগুলো পারস্পরিক এবং দুটি মানুষের মধ্যে পারস্পরিক ভালবাসা দেখায়।

😭 সজোরে কাঁদা ইমোজিঃ ইংরেজীতে Loudly Crying Face Emoji. দুঃখ বা আনন্দের কারণে চোখ বন্ধ করে জোরে জোরে কাঁদছেন আর কাঁদছেন এমন অনুভুতি প্রকাশে এই ইমোজিই যথেষ্ট।

😘 চুম্বন প্রদর্শন ইমোজিঃ ইংরেজীতে Face Throwing a Kiss Emoji. এট একটি চুম্বন ইমোজি।

👍মানে কি : এটি থাম্বস আপ ইমোজি বা লাইক ইমোজি। ইংরেজীতে 👍meaning : Thumbs Up Sign or Like Emoji. বাহবা দেওয়া, গুড-লাক জানানো, সম্মতি জানানো, প্রছন্দ হওয়া, একমত হওয়াতে এই ইমোজিটি পাঠাতে পারেন।

😅 অপ্রস্তুত কিংবা বিচলিত হওয়া: ইংরেজীতে Smiling Face with Open Mouth and Cold Sweat Emoji. আচমকা হাসি পাওয়া, হাসতে হাসতে ঘেমে যাওয়া, কুতকুতি টাইপের হাসি পাওয়া বোঝাতে এই ইমোজি ব্যবহার হয়।

👏 হাততালি দেওয়া ইমোজিঃ ইংরেজীতে Clapping Hands Sign. প্রশংসা করতে ব্যবহৃত হয়।

😁 খুশিতে উৎফুল্ল হওয়া ইমোজিঃ ইংরেজীতে Grinning Face with Smiling Eyes Emoji. হাস্যোজ্জল চেহারা, খুশি হয়ে যাওয়া বা খুশিতে উৎফুল্ল হওয়া বুঝাতে এই ইমোজি পাঠানো হয়।

🔥 অসাধারন ইমোজিঃ ইংরেজীতে Fire Emoji. অসাধারন, চমৎকার, হট বোঝাতে ব্যবহার হয়।

💔 ভগ্ন হৃদয় ইমোজিঃ ইংরেজীতে Broken Heart Emoji. এই ইমোজি হৃদয় ভাঙার ইমোজি নামে পরিচিত এবং প্রেম ভেঙ্গে যাওয়ার অনুভূতি প্রকাশ করে।

💖 চকচকে হার্ট ইমোজিঃ ইংরেজীতে Sparkling Heart Emoji. স্পার্কল বা চকচকে হার্ট ইমোজি কৌতুকপূর্ণ, মিষ্টি প্রেম, স্নেহ প্রকাশ করে।

😢 দুঃখ পাওয়া ইমোজিঃ ইংরেজীতে Crying Face Emoji. দুঃখ পেলে, কষ্ট পেলে, কান্না পেলে বা মন খারাপ হলে এই ইমোজি পাঠাতে পারেন।

🤔 চিন্তা করা ইমোজিঃ ইংরেজীতে Thinking Face Emoji. কোন ব্যাপারে চিন্তিত, চিন্তা করা বা কোন কিছু জানার আগ্রহ প্রকাশ করে।

😆 প্রচন্ড আনন্দ উত্তেজনা ইমোজিঃ ইংরেজীতে Smiling Face with Open Mouth and Tightly-Closed Eyes Emoji. অতিরিক্ত অনন্দে হাসতে হাসতে চোখ বন্ধ হয়ে যাওয়া অবস্থা বুঝায়।

😆 চোখ পাকানো বা চোখ ঘুরানো ইমোজিঃ ইংরেজীতে Face With Rolling Eyes Emoji. কাউকে ব্যঙ্গ করতে, ভয় দেখাতে, একঘেয়েমি বা বিরক্তি প্রকাশ করতে বা কারো কথায় অবাক হয়ে গেলে এই ইমোজি দিয়ে প্রকাশ করা যায়।

শীঘ্রয় আরো যুক্ত হবে…

CBNA24 অনলাইন ডেস্ক (এফএইচ/বিডি)

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন