জীবন ও স্বাস্থ্য

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই  সমানভাবে বেড়েই চলছে 

করোনায় মৃত্যু

  করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ও সংক্রমণ দুই-ই  সমানভাবে বেড়েই চলছে      

বিদ্যুৎ ভৌমিক,  সিবিএনএ নিউজ ডেস্ক।। বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুই-ই লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কোনভাবেই যেন বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা।  বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েই চলেছে । মহামারীর শুরু থেকে গত ১১ মাসে প্রথমবারের মতো একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। বুধবারই নতুন করে প্রায় ৭ লাখ মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। সোয়া দু’লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে দু’কোটি । শুধু যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৪৮৬ মানুষ । বিশ্বব্যাপী বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ১৬ লাখ ৬৬ হাজার ছাড়াল। বিশ্বব্যাপী আক্রান্ত সাড়ে ৭ কোটি ৫২ লাখ ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ও সংক্রমণ দুই-ই  সমানভাবে বেড়েই চলছে  ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত সংখ্যা ছাড়াল ৭  কোটি ৫২ লাখ ১৯ হাজারের অধিক এবং বিশ্বে মৃত্যু ছিল ১৬ লাখ ৬৬ হাজারের অধিক । বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫  কোটি ২৭ লক্ষ ৯৭ হাজার ৯৬ জন । ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধার খবরে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা হল যুক্তরাষ্ট্রে ৩ লাখ ১৭ হাজার ৪৮৬ জন ।

বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই যুক্তরাষ্ট্রে  । ক্ষমতাধর এ দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার ৬২৯ জন আক্রান্ত হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ২ লক্ষ ৫১ হাজার ৭৪৪ জন । দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ৭৭ হাজার ৭৬০ জন এবং ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন এবং ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ লাখ ১৯ হাজার ৯২৮ জন । তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় ৭১ লাখ ১১ হাজার ৫২৭ জনের  বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জনের এবং ব্রাজিলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭৭ হাজার ৭০২ জন । চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ২৭ লাখ ৬২ হাজার ৬৬৮ জনের । এর মধ্যে রাশিয়ায় মারা গেছেন ৪৯ হাজার ১৫১ জন এবং রাশিয়ায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২ লাখ ২ হাজার ৫৪০ জন ।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ২৭ হাজার ৩১৬ জন। এ পর্যন্ত ফ্রান্সে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১৯ জনের এবং ফ্রান্সে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৩৭ জন । বিশ্বে সনাক্তের দিক দিয়া ২৬তম স্থানে থাকা বাংলাদেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জনের। এখন পর্যন্ত বাংলাদেশে মারা গেছেন ৭ হাজার ১৯২ জন এবং বাংলাদেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন । ২৭তম স্থানে থাকা ক্যানাডায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৭ জনের । এর মধ্যে ক্যানাডায় মারা গেছেন ১৩ হাজার ৯১৬ জন এবং এ পর্যন্ত কানাডায় সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৪১২ জন । উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয় । হতাশার মধ্যেও আশার আলো এই যে. অনেক অনেক প্রতিক্ষার পর করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর ও নিরাপদভাবে  রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম ভ্যাকসিন  দেওয়া  শুরু হয়েছে কয়েকটি দেশে ।কানাডা,  যুক্তরাষ্ট্র ও বৃটেনে সবচেয়ে সাফল্যজনক ফাইজার বাইএনটেক ও মডারনার ভ্যাকসিন  দেওয়া  শুরু হয়েছে । সবাই সুস্হ থাকুন, ভাল থাকুন ও স্বাস্হ্য বিধি মেনে চলুন ।

তথ্য: ওয়ার্ল্ডোমিটার ( World o meter )

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন