দেশের সংবাদ

কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

কমলগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত
সজীব দেবরায়, কমলগঞ্জ ১৭ মার্চ ২০২১।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। (১৭ মার্চ) বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জায় সজ্জিÍত করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আসলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এ.এস.এম.আজাদুর রহমান। এসময়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পিসহ অন্যান্য অতিথিরা। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এছাড়া বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

কমলগঞ্জে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জুয়েল আহেমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর বখতিয়ার খাঁন। অতিথি হিসেবে ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সায়েখ আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আব্দুল হান্নান, আলাল আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল হাসান পাপ্পু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন