দেশের সংবাদ ফিচার্ড

কমলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন; চলছে ভোট গণণা

৫ম ধাপের ইউপি নির্বাচন ২০২২

কমলগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন; চলছে ভোট গণণা

উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৫ম ধাপে মৌলভীবাজারের কমলগঞ্জের ৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ। এখন চলছে গণনা। সেই সাথে ফলাফলের অপেক্ষা। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। 

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ছিল ভোটারদের সরব উপস্থিতি। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সকালে তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেছেন।

উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করেছেন ভোটাররা। ভোট চলাকালীন অবস্থায় উপজেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোটার যাতে ভোট দিতে পারেন এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর তিন স্তরের সদস্যরা মাঠে কাজ করেছেন। ৫ম ধাপে কমলগঞ্জের ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৯টি ইউনিয়নের ৯৫টি ভোট কেন্দ্রে ৪৪৪ বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে ৩৩ জন, সাধারণ সদস্য পদে ৩২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৯ হাজার ৩৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৪শত ১১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ৫শত ২৫ জন।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন