সাহিত্য ও কবিতা

করোনায় কোথায় নেয় – যাচ্ছে না বলা || বিশ্বজিৎ মানিক

করোনায় কোথায় নেয়
করোনায় কোথায় নেয় – যাচ্ছে না বলা || বিশ্বজিৎ মানিক
********************************

তলা বিহীন ঝুড়িতে – লেগেছিল তলা
করোনায় কোথা নেয় – যাচ্ছে না বলা।

আমার দেশের কথাই – বলছি যে ভাই
সকলের উচিত হবে – ভাবা নিয়ে তাই।

একাত্তরে যুদ্ধ করে – দেশ হলো স্বাধীন
তখন থেকেই ষড়যন্ত্র – চলে প্রতিদিন।

তলা বিহীন ঝুড়ি যিনি – দিয়েছিলেন আখ্যা
তার কাছেই ছিলনা এর – উপযুক্ত ব্যাখ্যা।

শত্রু সেনা ধ্বংস করে – দিয়েছিল  দেশটা
তারা কিন্তু পারে নাই – করতে রক্ষা শেষটা।

একাত্তরে হলো যখন – আমার দেশ স্বাধীন
শত্রুরা সব লেগেছিল – আবার করতে অধীন।

আমার দেশেই ছিল কিছু – কুলাঙ্গারের দল
তাদের নিয়েই করতে থাকে – নানান কৌশল।

খাদ্যবাহী জাহাজ ডুবায় – সাগরের জলে
শিল্প কারখানা পুড়িয়ে দেয় – জলন্ত অনলে।

অকাতরে করতে থাকে – দেশের সম্পদ লুট
স্বাধীনতা বিরোধীরা – গড়েছিল জোট।

আলবদর, আলসামস – আর রাজাকার
সর্বহারা নামে ছিল – জোট সঙ্গী তার।

লুটপাট, ছিনতাই আর – করে হানাহানি
ব্যস্ত ছিল সবাই তারা – করতে রাহাজানি।

বঙ্গবন্ধুর ডাকে যখন – দ্বিতীয় বিপ্লব শুরু
তাঁর সনে যুক্ত হলেন – দেশের সকল গুরু।

ধীরে ধীরে আগে চলে – যখন আমার দেশ
পঁচাত্তরেই করে দেয় – সব কিছু নিঃশেষ।

ক্ষমতায় এলো যখন – মুক্তিযুদ্ধের দল
প্রথমেই গ্রহণ করে – উন্নয়ন কৌশল।

দরিদ্র দেশটির হলো – মর্যাদা উন্নয়নশীল
তখন থেকেই শুরু হলো – কাজ সৃষ্টিশীল।

এক সময় ছিল দেশ – আমদানি নির্ভর
পরে কিন্তু দাঁড়িয়ে গেল – রপ্তানির উপর।

রেমিট্যান্স আসে প্রচুর – গা ভাসিয়ে
পদ্মা সেতু হয়ে গেল – নিজ অর্থ দিয়ে।

খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলো – আমার বাংলাদেশ
হাসিখুশি আছি সবাই – ভালো আছি বেশ।

আজকে হলো বাংলাদেশ – মধ্যম  আয়ের দেশ
করোনার আগমনে – সবই হলো শেষ।

অর্থনৈতিক চাকা গুলো – হয়ে গেলো অচল
কিভাবে যে করা যাবে – পুনরায় সচল?

এখন উচিত সবার – বুঝে শুনে চলা
করোনায় কোথায় নেয় – যাচ্ছে না বলা ।

০৯/০৫/২০২০ খ্রিস্টাব্দ ।

সংবাদটি শেয়ার করুন