প্রবাসের সংবাদ ফিচার্ড

প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

ছবি: সংগৃহীত

প্রবাসীদের ইকামা-ভিসার মেয়াদ বাড়ালো সৌদি

করোনার সংক্রমণ এড়াতে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিক এবং দেশটিতে বসবাস কিংবা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ মেয়াদ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার জেদ্দাভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে জানানো হয়, বাদশাহ সালমানের নির্দেশে দেশের বাইরে আটকে পড়া নাগরিক ও সেখানে বসবাস কিংবা কাজের অনুমোদনপ্রাপ্ত প্রবাসীদের ভিসার মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়িয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর জন্য কোনো ধরনের ফি-এর প্রয়োজন হবে না। করোনার কারণে যেসব দেশ থেকে এখনো সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, সে সব দেশের প্রবাসীদের জন্যও এ আদেশ প্রযোজ্য হবে।

এদিকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ইতোমধ্যে দেশটির পাসপোর্ট অধিদপ্তর এ বিষয়ে কাজ শুরু করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় মূলত এই উদ্যোগ নিয়েছে।- ইত্তেফাক


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন