প্রবাসের সংবাদ

প্রবাসীদের মন নাড়া দিয়েছে ‘ প্রবাসের গল্প ’

প্রবাসের গল্প

প্রবাসীদের মন নাড়া দিয়েছে ‘ প্রবাসের গল্প ’

প্রবাসের গল্প শিরোনামে ন্যানো ফিল্ম সিরিজ নির্মাণ করেছে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ। ভিডিওগুলোতে প্রবাসীদের মানসিক মনোবল বৃদ্ধিতে শক্তিশালী বার্তা দেয়া হয়েছে। প্রবাসীদের পরিবারগুলো যেন সুখে-দুঃখে সব সময় প্রবাসীদের পাশে থাকে সেই কথাই তুলে ধরা হয়েছে প্রতিটি ভিডিওতে।

প্রবাসের গল্প নির্মাণ নিয়ে কথা হয়েছে নির্মাতা জাফর ফিরোজের সাথে। তিনি বলেন, সালেহিন ভাই ফোন দিয়ে বললেন একটা নিউজ তাকে খুব কষ্ট দিচ্ছে, তাহলো প্রবাসীদের হার্ট অ্যাটাকে মৃত্যু। আসেন কিছু ভিডিও তৈরি করি যার মাধ্যমে একটা সচেতনতা বৃদ্ধি করা যায়। এরপর ব্রেইন্সবির টিমের সাথে বসে আমরা গল্পগুলো সম্পন্ন করি।

ফিল্মগুলোর টাইটেল মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক সজীব দাস, কণ্ঠ দিয়েছেন শিল্পী আরজে রাজু। নির্মাতা বলেন, ফিল্মগুলো অনলাইনে দেয়ার পর অনেকেই আমাকে ফোন দিয়ে বলেছেন গল্পগুলো তাদের জীবনের গল্প। একজন তো ফোন করে কেঁদেই ফেললেন। বললেন, কোভিডের আগে তিনি প্রতিমাসে ভালো অঙ্কের টাকা দেশে বাবা-মা ও ভাইবোনের জন্য পাঠাতেন। কোভিডে তার পার্ট টাইমের কাজগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আগের মতো দেশে টাকা পাঠাতে পারছেন না। এর জন্য পরিবারের সবাই তাকে সন্দেহের চোখে দেখে। আগের মতো পরিবারে তার গ্রহণ যোগ্যতাও নেই। ফিল্মগুলো একটি সুন্দর নিরাপদ প্রবাস তৈরির বার্তা ছড়িয়ে দিতে চায়। পরিবর্তন আসুক সুন্দরের সাথে দেশ এবং প্রবাসে।

প্রাণ মালয়েশিয়ার হেড অব মার্কেটিং সিরাযুস সালেহিন বলেন, আমরা বাংলাদেশিরা প্রবাসীদের নিয়ে অনেক গর্ব করি। কারণ প্রবাসীরা দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। এই প্রবাসীদের নিয়েই মূলত আমাদের পথ চলা। আমরা সবসময় চেষ্টা করে এসেছি কিভাবে প্রবাসীদের কাছে দেশি পণ্য পৌঁছে দেয়া যায়। পণ্য পৌঁছে দিতে গিয়ে আমরা প্রবাসীদের কাছ থেকে যে সত্যি গল্পের সাক্ষী হয়েছি, তা খুবই বেদনাদায়ক। যে কথাগুলো কম মানুষই জানতে পারে। বিষয়টি নিয়ে নির্মাতা জাফর ফিরোজ ভাইয়ের সাথে আলাপ করি এবং যার ফাইনাল আউটকাম ন্যানো ফিল্ম সিরিজ প্রবাসের গল্প।

 


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন