বিশ্ব

দ্বিতীয় ধাপে ছড়াচ্ছে করোনা, ফের লকডাউনে জার্মানি

ফের লকডাউনে জার্মানি

দ্বিতীয় ধাপে ছড়াচ্ছে করোনা, ফের লকডাউনে জার্মানি

জার্মানিতে দ্বিতীয় ধাপে ছড়ানো শুরু করেছে মহামারী করোনাভাইরাস। এতে নতুন করে লকডাউন আরোপ করেছে দেশটির সংশ্লিষ্ট প্রশাসন।

প্রথম ধাপে মহামারী করোনার সঙ্গে দক্ষভাবে লড়াই করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল জার্মানি। করোনা নিয়ন্ত্রণে চলে আসায় মে মাস থেকে লকডাউনও ধীরে ধীরে শিথিল করা হয়েছিল। কিন্তু এখনো নতুন করে ফের ছড়ানো শুরু করেছে করোনা।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের প্রধান বলেছেন, স্থানীয়ভাবে তারা ফের লকডাউন আরোপ করেছেন। মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকে করোনা ছড়ানোয় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ লকডাউন থাকবে ৩০ জুন পর্যন্ত।

সূত্র: বিবিসি নিউজ

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

সংবাদটি শেয়ার করুন