প্রবাসের সংবাদ

বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আদায়, ভিসা গাইড সেন্টারে অভিযান


বিদেশ পাঠানোর কথা বলে অর্থ আদায়, ভিসা গাইড সেন্টারে অভিযান

ভালো চাকরির প্রলোভনে কানাডা, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে অর্থ আত্মসাৎকারী ‘ভিসা গাইড সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করছে র‌্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুর ২টা থেকে রাজধানীর মিরপুর শাহআলী মার্কেটে ৯ম তলায় ভিসা গাইড সেন্টারে অভিযান চালানো হয়।

র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, এই প্রতিষ্ঠানটি বিদেশ গমনেচ্ছুদের কানাডা, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এরপর তাদের ভুয়া ভিসা, ওয়ার্ক পার্মিট দিয়ে অবৈধ পথে বিদেশে পাঠায়। ভুক্তভোগীদের অনেকে ভুয়া ভিসা নিয়ে প্রতারিত হচ্ছেন। পরবর্তীসময়ে তারা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা ফেরত চাইলে তাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেন প্রতিষ্ঠানটির মালিকসহ কর্মকর্তারা।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

-সূত্রঃ কালের কন্ঠ

সিএ/এসএস


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন