বিশ্ব

চীনা ধনকুবের লিন কি’র মৃত্যু বিষ প্রয়োগে

বিষ প্রয়োগে
ছবিঃ সংগৃহীত

চীনের সাংহাই পুলিশ জানিয়েছে, বড়দিনে মারা যাওয়া চীনা ধনকুবের লিন কি (৩৯) বিষ প্রয়োগের শিকার হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংহাই পুলিশের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউযু গেমস ডেভেলপারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন লিন কি। ‘গেম অব থ্রোন্স: উইন্টার ইস কামিং’ নামক স্ট্রাটেজি গেমের জন্য প্রতিষ্ঠানটি পরিচিত।

ধারণা করা হয়, ছয় দশমিক আট বিলিয়ন ইয়ানের মালিক লিন। হুরান চায়না রিচ লিস্টে অন্তত এ তথ্য রয়েছে। সাংহাই পুলিশ এ হত্যাকাণ্ডের জন্য লিনের একজন সহকর্মীকে সন্দেহ করছে।

পুলিশ বলছে লিনের ওই সহকর্মীরার নাম যু, সেটাও ডাকনাম। একদিকে চলছে লিনের হত্যার তদন্ত, অন্যদিকে তার বর্তমান ও সাবেক কর্মীরা লিনের জন্য শোক প্রকাশ করছেন।

সূত্র: বিবিসি

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন