ফিচার্ড বিশ্ব

সিরিয়ায় বাসে হামলায় সেনাসহ নিহত ১৩

সিরিয়ায়-বাসে-হামলায়
সিরিয়ায় বাসে রকেট হামলা

সিরিয়ায় বাসে হামলায় সেনাসহ নিহত ১৩

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর রাক্কায় একটি বাসে রকেট হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ সেনাসদস্যসহ দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন সেনা সদস্য। সোমবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আল-জিরা এলাকায় রাক্কা-হোমস মহাসড়কে একটি বেসামরিক বাস সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এতে ১৩ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

১১ বছরের পুরোনো সংঘাতে সিরিয়া নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন অঞ্চলে বিভক্ত হয়েছে, সরকারি সৈন্য ও মিত্র যোদ্ধারা সর্বাধিক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একটি অংশ তুর্কি-সমর্থিত বিদ্রোহী এবং আরও কট্টরপন্থী গোষ্ঠীর দখলে রয়েছে। এ ছাড়া মার্কিন সমর্থনে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী উত্তর-পূর্ব অঞ্চলকে ধরে রেখেছে। ২০২০ সালের ডিসেম্বরে সিরিয়ার পূর্ব দেইর আল-জোর প্রদেশের একটি প্রধান সড়কে বাসে চালানো সবচেয়ে মারাত্মক হামলায় ২৮ জন নিহত হয়েছিল।

এফআই/সিএ

 

সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন