ফিচার্ড সাহিত্য ও কবিতা

মাটি ।।।। শীতল চট্টোপাধ্যায়

মাটি ।।।। শীতল চট্টোপাধ্যায়


মাটির কথা শুনবো বলেই
থেকে গেলাম মাটির সাথে ,
মাটির ওপর ঘুমাই -জাগি
গন্ধ মাখি দিনে- রাতে ।
মাটির বুকে শস্য জাগে
স্বপ্ন জাগে চাষির ঘরে ,
হাট -বাজারে ফসল বেচে
চাষি টাকার ডানা ধরে ।
মাটির পথে উড়ছে ধুলো
পায়ে-পায়ে গোরুর খুরে ,
ঘাস ঠিকানায় মাঠে নেমে
চরতে-চরতে শেষের দূরে ।
সেলাই করা আলে-আলে
ভাগের দাগে মাটি চেয়ে ,
এই মাঠই তো রাখাল বাড়ি
ওপরেতে আকাশ ছেয়ে ।
মাটি কখন মা হ’তে চায়
চাষিই বোঝে তার সে ভাষা ,
মাটির বলা বুঝতেই তো
চাষি-মাটির ভালোবাসা ।
ফসল ফুলের হলুদ-সাদা
কোথাও ফাঁকা মাঠের মাটি ,
মাটি সাধক চাষিই বোঝে
ভূভগবান মাটিই খাঁটি ।
একলা চাষি আলে বসে
হুঁ-হুঁ স্বরে সুর গেয়ে যায় ,
মাঠের মাটি মেলায় গলা
গাইতে-গাইতে মাঠেই হারায় ।
খরার দুখে মাটি যখন
কাঁদার জলও পায়না চোখে ,
চাষিই চোখের জল দিয়ে যায়
চিরন্তনের দৃশ্যলোকে ।
মাটির সাথে সঙ্গ দিতেই
চাষি-মাটি একই ঘরে ,
মাটির সুখ-দুখ রাখে চাষি
নিজের বুকের ঘর অন্তরে ।



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন