সাহিত্য ও কবিতা

হুক্কা টানা দাদু ||||বিশ্বজিৎ মানিক

হুক্কা টানা দাদু

-বিশ্বজিৎ মানিক


হুক্কা টেনে হাঁটছে দাদু – সাজ সকালের বেলা
হল্লা করে কতেক ছেলে – করছে পাশেই খেলা
পুব আকাশে ঝিলিক মেরে – উঠছে সবে রবি
ভাবছি আমি আলাপ করেই – তুলবো দাদুর ছবি।

নতুন পাড়া হাঁটছে দাদু – এই পাড়াতেই বাস
পাড়ার পাশেই হাওর জুড়ে – হচ্ছে ধানের চাষ
ক্ষেতের ধারে হাঁটতে গিয়ে – দাদুর সাথে দেখা
শখ জেগে যায় মনের মাঝে – করবো শুরু লেখা।

নেই চেনা মোর দাদুর সনে – তুলতে গেলাম ছবি
যেথায় সেথায় ছবি তোলার – আছেই আমার হবি
মোবাইলটি তো রেখেই এলাম – ভুল করে আজ ঘরে
হাসলো দাদু বললো ছবি – তুলবে কেমন করে?

বিনয় করে বলছি দাদু – ঘরটি আমার পাশে
একটুখানি দাঁড়াও তুমি – তুলবো ছবি এসে
কৌতুহলী হয়েই আমি – দাদুর ছবি তুলি
হুকুর খেলা দেখছি কতো – যাচ্ছি এখন ভুলি।

উঠান মাঝে বসতো আসর – দেখছি আগের দিনে
বুড়োদের ঐ আড্ডাটি আজ – ক’জন ছেলে জানে ?
স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় – লুপ্ত আজব নেশা
খাম্বিরা আর চিটায় তামাক – হচ্ছে না আজ পেশা।

১৬/০২/২০২১ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন